০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ০১ জানুয়ারী ২০২৫

হাসপাতালে অভিনেতা ভিক্টর ব্যানার্জি

  • আপডেট: ০৮:৩৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • 31

টালিউডের বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জি অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে ‘হিন্দুস্তান টাইমস’ সূত্রে জানা গেছে।

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর ভিক্টর ব্যানার্জির শারীরিক পরীক্ষা করা হয়েছে। এতে তার হার্টে ব্লকেজ ধরা পড়েছে। তবে ডাক্তার জানিয়েছে চিন্তার কিছু নেই। কিছুদিন তাকে হাসপাতালেই থাকতে হবে। প্রথমে এ অভিনেতাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে সাধারণ রোগীদের বিছানায় আনা হয়েছে। চিকিৎসকরা নিয়মিত তার শারীরিক অবস্থার খেয়াল রাখছেন।

একটি সূত্রে জানা গেছে, এর আগে দুইবার করোনা ভাইরাসে আক্রান্ত হন ভিক্টর ব্যানার্জি। করোনার পর ডেঙ্গুতেও আক্রান্ত হয়েছিলেন। সেই সময় তার ১০৩ জ্বর ছিল। ডব্লিউবিএফজের পক্ষ থেকে অভিনেতাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা দেওয়ার কথা জানানো হয়েছিল।

তার হাতে সে সম্মাননা তুলে দেওয়ার আয়োজনও করা হয়েছিল। তবে অভিনেতা আবারও অসুস্থ হয়ে পড়ায় নতুন করে এই সম্মাননা প্রর্দশন অনুষ্ঠান আয়োজন করা হবে বলে সেই সময় জানানো হয়েছিল সংগঠনের পক্ষ থেকে। ভিক্টর ব্যানার্জির অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার ভক্তরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

Tag :
সর্বাধিক পঠিত

হাসপাতালে অভিনেতা ভিক্টর ব্যানার্জি

আপডেট: ০৮:৩৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

টালিউডের বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জি অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে ‘হিন্দুস্তান টাইমস’ সূত্রে জানা গেছে।

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর ভিক্টর ব্যানার্জির শারীরিক পরীক্ষা করা হয়েছে। এতে তার হার্টে ব্লকেজ ধরা পড়েছে। তবে ডাক্তার জানিয়েছে চিন্তার কিছু নেই। কিছুদিন তাকে হাসপাতালেই থাকতে হবে। প্রথমে এ অভিনেতাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে সাধারণ রোগীদের বিছানায় আনা হয়েছে। চিকিৎসকরা নিয়মিত তার শারীরিক অবস্থার খেয়াল রাখছেন।

একটি সূত্রে জানা গেছে, এর আগে দুইবার করোনা ভাইরাসে আক্রান্ত হন ভিক্টর ব্যানার্জি। করোনার পর ডেঙ্গুতেও আক্রান্ত হয়েছিলেন। সেই সময় তার ১০৩ জ্বর ছিল। ডব্লিউবিএফজের পক্ষ থেকে অভিনেতাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা দেওয়ার কথা জানানো হয়েছিল।

তার হাতে সে সম্মাননা তুলে দেওয়ার আয়োজনও করা হয়েছিল। তবে অভিনেতা আবারও অসুস্থ হয়ে পড়ায় নতুন করে এই সম্মাননা প্রর্দশন অনুষ্ঠান আয়োজন করা হবে বলে সেই সময় জানানো হয়েছিল সংগঠনের পক্ষ থেকে। ভিক্টর ব্যানার্জির অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার ভক্তরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করছেন।