০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

বাসা বড়ি গুছিয়ে রাখে যে সকল ফার্নিচার

বাসা বাড়ি গুছিয়ে রাখতে সাধারণত খুব বেশি ফার্নিচারের প্রয়োজন হয়না। আপনার এ‍্যাপার্টমেন্টে যদি খুব বেশি জায়গার সংকুলান থাকে তাহলে ফার্নিচার কিনতে হবে একটু বুঝে শুনে। আজকের লেখায় আমরা আলোচনা করবো এমন কিছু ফার্নিচার যা দিয়ে আপনি সহজেই আপনার বাসা বাড়ি গুছিয়ে রাখতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক।

স্ট‍্যাকড স্টুলস

স্ট‍্যাকড স্টুলস হলো এমন এক ধরনের ফার্নিচার যা সহজেই একসাথে গুছিয়ে রাখা যায়। এ ধরনের ফার্নিচারের মাধ‍্যমে বাসার অনেক স্পেস সেইভ হয়। শুধু তাই নয়, এই ধরনের স্টুলস প্রাকটিক‍্যাল ইউজ এবং মাল্টিফাংশনালিটির জন‍্যেও অধিক গুরুত্বপূর্ণ। কাঠ, প্লাস্টিক, এ‍্যালুমিনিয়াম সহ আরও অনেক ধরনের ম‍্যাটেরিয়াল যা দিয়ে আপনি খুব সহজেই স্ট‍্যাকড স্টুলস তৈরি করে নিতে পারেন।

শেলফ

শেলফ হলো এমন একটি ফার্নিচার যা আপনি রান্নাঘর, লিভিং রুম সহ সর্বত্র ব‍্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, শেলফ কে আপনি চাইলে আপনার লিভিং রুমেও ব‍্যবহার করতে পারেন। এটি সাধারণত কাঠ বা ধাতু দিয়ে তৈরি যা আপনি চাইলে বাসার যে কোন জায়গায় সাজিয়ে রাখার জন‍্যে ব‍্যবহার করতে পারেন।

বেডসাইড ডেস্ক

 

একটি বেডসাইড ডেস্ক হলো এমন একটি ছোট টেবিল যা আপনি ডেস্ক বা বিছানার পাশে রেখে ব‍্যবহার করতে পারেন। এটি দেখতে যেমন উন্নত তেমনি এটি সংরক্ষণের জন‍্যে জায়গাও কম দরকার হয়। একটি বেডসাইড ডেস্কের অন‍্যতম কাজই হচ্ছে হাতের নাগালে একটি ফাংশনাল এবং স্টাইলিশ স্টোরেজ সিস্টেমকে সুন্দরভাবে সাজিয়ে রাখা।

ব‍্যাকলেস বেঞ্চ

ব‍্যাকলেস বেঞ্চ হচ্ছে আরও একটি মাঝারি সাইজের ফার্নিচার যা আপনি সাধারণত বসার ঘরে রেস্টিং এর জন‍্যে ব‍্যবহার করতে পারেন। যে কোন পরিবেশে সিম্পেল এবং ফাংশনাল সিটিং সল‍্যুশান হিসাবে যাতে কাজ করতে পারে তার জন‍্যে এটি একটি বিশেষ ফার্নিচার বলা চলে।

ফোল্ডেবল সোফা

ছোট্ট এপার্টম‍্যান্টে যদি আপনার পক্ষে একটি বড় ধরনের সোফা সাজিয়ে রাখা সম্ভব না হয় তাহলে কিনে নিতে পারেন ফোল্ডেবল সোফা সেট। এটিকে আপনি আপনার ইচ্ছেমতো জায়গায় সহজেই গুছিয়ে রাখতে পারবেন। এটিকে আপনি রিক্লাইনার এবং স্লিপিং বেড হিসাবেও ব‍্যবহার করতে পারবেন। এই মাল্টিফাংশনালিটির সাথে প্রাকটিক‍্যালিটি এবং স্টাইলিশ হবার জন‍্যে ফোল্ডেবল সোফাকে এক্সিলেন্ট ইনভেস্টমেন্টের চয়েজ হিসাবে মূল‍্যায়ন করা হয়ে থাকে।

 

জুতার র‍্যাক

বাসা-বাড়ি কিংবা অফিসকে পরিপাটি বা গুছিয়ে রাখার জন্য জুতোর র‍্যাক বেশ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। বিশেষ করে সদস্য সংখ্যা বেশি হলে জুতো বেশি হয় তাহলে পুরো স্থান জুরে এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এমন অস্বস্থিকর পরিবেশ থেকে রক্ষা পেতে জুতোর র‍্যাক ব্যবহারের বিক্লপ নেই। জুতার রেক এর দাম খুব বেশি হয় নাহ। তবে কাস্টমাইজড করে নিলে এর দাম কিছুটা বেশি হতে পারে।

মন্তব‍্য 

উপরের সবগুলো ফার্নিচারই আপনার বাসা বাড়িকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন‍্যে যথেষ্ট। আপনি আপনার ইচ্ছেমতো সবগুলো ফার্নিচারকেই এরেঞ্জ করে হাঁটাচলার জন‍্যে প্রয়োজন মতো স্পেস ও রাখতে পারবেন।

 

Tag :
সর্বাধিক পঠিত

বাসা বড়ি গুছিয়ে রাখে যে সকল ফার্নিচার

আপডেট: ১১:০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

বাসা বাড়ি গুছিয়ে রাখতে সাধারণত খুব বেশি ফার্নিচারের প্রয়োজন হয়না। আপনার এ‍্যাপার্টমেন্টে যদি খুব বেশি জায়গার সংকুলান থাকে তাহলে ফার্নিচার কিনতে হবে একটু বুঝে শুনে। আজকের লেখায় আমরা আলোচনা করবো এমন কিছু ফার্নিচার যা দিয়ে আপনি সহজেই আপনার বাসা বাড়ি গুছিয়ে রাখতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক।

স্ট‍্যাকড স্টুলস

স্ট‍্যাকড স্টুলস হলো এমন এক ধরনের ফার্নিচার যা সহজেই একসাথে গুছিয়ে রাখা যায়। এ ধরনের ফার্নিচারের মাধ‍্যমে বাসার অনেক স্পেস সেইভ হয়। শুধু তাই নয়, এই ধরনের স্টুলস প্রাকটিক‍্যাল ইউজ এবং মাল্টিফাংশনালিটির জন‍্যেও অধিক গুরুত্বপূর্ণ। কাঠ, প্লাস্টিক, এ‍্যালুমিনিয়াম সহ আরও অনেক ধরনের ম‍্যাটেরিয়াল যা দিয়ে আপনি খুব সহজেই স্ট‍্যাকড স্টুলস তৈরি করে নিতে পারেন।

শেলফ

শেলফ হলো এমন একটি ফার্নিচার যা আপনি রান্নাঘর, লিভিং রুম সহ সর্বত্র ব‍্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, শেলফ কে আপনি চাইলে আপনার লিভিং রুমেও ব‍্যবহার করতে পারেন। এটি সাধারণত কাঠ বা ধাতু দিয়ে তৈরি যা আপনি চাইলে বাসার যে কোন জায়গায় সাজিয়ে রাখার জন‍্যে ব‍্যবহার করতে পারেন।

বেডসাইড ডেস্ক

 

একটি বেডসাইড ডেস্ক হলো এমন একটি ছোট টেবিল যা আপনি ডেস্ক বা বিছানার পাশে রেখে ব‍্যবহার করতে পারেন। এটি দেখতে যেমন উন্নত তেমনি এটি সংরক্ষণের জন‍্যে জায়গাও কম দরকার হয়। একটি বেডসাইড ডেস্কের অন‍্যতম কাজই হচ্ছে হাতের নাগালে একটি ফাংশনাল এবং স্টাইলিশ স্টোরেজ সিস্টেমকে সুন্দরভাবে সাজিয়ে রাখা।

ব‍্যাকলেস বেঞ্চ

ব‍্যাকলেস বেঞ্চ হচ্ছে আরও একটি মাঝারি সাইজের ফার্নিচার যা আপনি সাধারণত বসার ঘরে রেস্টিং এর জন‍্যে ব‍্যবহার করতে পারেন। যে কোন পরিবেশে সিম্পেল এবং ফাংশনাল সিটিং সল‍্যুশান হিসাবে যাতে কাজ করতে পারে তার জন‍্যে এটি একটি বিশেষ ফার্নিচার বলা চলে।

ফোল্ডেবল সোফা

ছোট্ট এপার্টম‍্যান্টে যদি আপনার পক্ষে একটি বড় ধরনের সোফা সাজিয়ে রাখা সম্ভব না হয় তাহলে কিনে নিতে পারেন ফোল্ডেবল সোফা সেট। এটিকে আপনি আপনার ইচ্ছেমতো জায়গায় সহজেই গুছিয়ে রাখতে পারবেন। এটিকে আপনি রিক্লাইনার এবং স্লিপিং বেড হিসাবেও ব‍্যবহার করতে পারবেন। এই মাল্টিফাংশনালিটির সাথে প্রাকটিক‍্যালিটি এবং স্টাইলিশ হবার জন‍্যে ফোল্ডেবল সোফাকে এক্সিলেন্ট ইনভেস্টমেন্টের চয়েজ হিসাবে মূল‍্যায়ন করা হয়ে থাকে।

 

জুতার র‍্যাক

বাসা-বাড়ি কিংবা অফিসকে পরিপাটি বা গুছিয়ে রাখার জন্য জুতোর র‍্যাক বেশ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। বিশেষ করে সদস্য সংখ্যা বেশি হলে জুতো বেশি হয় তাহলে পুরো স্থান জুরে এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এমন অস্বস্থিকর পরিবেশ থেকে রক্ষা পেতে জুতোর র‍্যাক ব্যবহারের বিক্লপ নেই। জুতার রেক এর দাম খুব বেশি হয় নাহ। তবে কাস্টমাইজড করে নিলে এর দাম কিছুটা বেশি হতে পারে।

মন্তব‍্য 

উপরের সবগুলো ফার্নিচারই আপনার বাসা বাড়িকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন‍্যে যথেষ্ট। আপনি আপনার ইচ্ছেমতো সবগুলো ফার্নিচারকেই এরেঞ্জ করে হাঁটাচলার জন‍্যে প্রয়োজন মতো স্পেস ও রাখতে পারবেন।