০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

সাবেক বিচারপতি মানিককে আরেক হত্যা মামলায় গ্রেফতার

  • আপডেট: ১২:১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • 34

ছবি - ইন্টারনেট

ঢাকার ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: আরিফুর রহমানের আদালত এই আদেশ দেন।

সকালে ধানমন্ডি থানার পুলিশ তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে। তবে, জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডিতে বৈষম্যবিরোধী আন্দোলনে আব্দুল মোতালিব গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় গত ২৬ আগস্ট তারা বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়।

এছাড়া অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলার এজাহারের ২২ নম্বর আসামি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী।

সূত্র : বিবিসি

Tag :
সর্বাধিক পঠিত

সাবেক বিচারপতি মানিককে আরেক হত্যা মামলায় গ্রেফতার

আপডেট: ১২:১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

ঢাকার ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: আরিফুর রহমানের আদালত এই আদেশ দেন।

সকালে ধানমন্ডি থানার পুলিশ তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে। তবে, জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডিতে বৈষম্যবিরোধী আন্দোলনে আব্দুল মোতালিব গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় গত ২৬ আগস্ট তারা বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়।

এছাড়া অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলার এজাহারের ২২ নম্বর আসামি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী।

সূত্র : বিবিসি