০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

কুয়েতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহিত বেশিরভাগই প্রবাসী হতে পারেন বলে আশঙ্কা

  • আপডেট: ০১:২০:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • 36

ছবি সংগৃহীত

কুয়েতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে বেশিরভাগই প্রবাসী হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মূলত, আগুন লাগা ভবনটিতে থাকতেনই প্রবাসী কর্মীরা।

কুয়েত টাইমসের খবরে বলা হয়েছে, ভবনটিতে প্রায় ১৬০ জন বসবাস করতেন। তারা সবাই একটি কোম্পানির কর্মী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, কুয়েতের অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা জানতে তদন্ত শুরু হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুয়েতের উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ। এই ট্র্যাজেডির জন্য ভবন মালিকের লোভ ও অবহেলাকে দায়ী করেন তিনি।

শেখ ফাহাদ বলেন, দুর্ভাগ্যবশত, রিয়েল এস্টেট মালিকদের লোভ থেকেই এ ধরনের ঘটনা ঘটে।

কুয়েত টাইমস জানিয়েছে, ভবনটির মালিকের পাশাপাশি নিরাপত্তাকর্মী এবং যে কোম্পানির কর্মীরা সেখানে থাকতেন, সেটির মালিককেও গ্রেফতারের নির্দেশ দিয়েছেন উপ-প্রধানমন্ত্রী।

এ আগে বুধবার (১২ জুন) সকালে দেশটির দক্ষিণ আহমেদি গভর্নরেটের মাঙ্গাফ এলাকার ভবনটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।

ওই এলাকায় বহু প্রবাসী বাংলাদেশি কর্মরত। এ দুর্ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়েছেন কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Tag :
সর্বাধিক পঠিত

কুয়েতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহিত বেশিরভাগই প্রবাসী হতে পারেন বলে আশঙ্কা

আপডেট: ০১:২০:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪

কুয়েতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে বেশিরভাগই প্রবাসী হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মূলত, আগুন লাগা ভবনটিতে থাকতেনই প্রবাসী কর্মীরা।

কুয়েত টাইমসের খবরে বলা হয়েছে, ভবনটিতে প্রায় ১৬০ জন বসবাস করতেন। তারা সবাই একটি কোম্পানির কর্মী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, কুয়েতের অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা জানতে তদন্ত শুরু হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুয়েতের উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ। এই ট্র্যাজেডির জন্য ভবন মালিকের লোভ ও অবহেলাকে দায়ী করেন তিনি।

শেখ ফাহাদ বলেন, দুর্ভাগ্যবশত, রিয়েল এস্টেট মালিকদের লোভ থেকেই এ ধরনের ঘটনা ঘটে।

কুয়েত টাইমস জানিয়েছে, ভবনটির মালিকের পাশাপাশি নিরাপত্তাকর্মী এবং যে কোম্পানির কর্মীরা সেখানে থাকতেন, সেটির মালিককেও গ্রেফতারের নির্দেশ দিয়েছেন উপ-প্রধানমন্ত্রী।

এ আগে বুধবার (১২ জুন) সকালে দেশটির দক্ষিণ আহমেদি গভর্নরেটের মাঙ্গাফ এলাকার ভবনটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।

ওই এলাকায় বহু প্রবাসী বাংলাদেশি কর্মরত। এ দুর্ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়েছেন কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।