চট্টগ্রামে রাওজানে ওমান প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রধান করেছেন প্রবাসীদের সংগঠন এনআরবি, সিআইপি এসোসিয়েশন। স্মারক লিপি প্রধানকালে বক্তব্য রাখেন অলিউল্লাহ সাদী বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার আহ্বায়ক ওমান শাখা ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।
বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান কালে তিনি বলেন প্রবাসীরা দীর্ঘদিন যাবত রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখলেও দেশে থাকা তাদের পরিবারের নিরাপত্তা শঙ্কা দিনকে দিন বাড়ছে ।
প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার চেয়ারম্যান, মোহাম্মদ ওমর ফারুক নিন্দা জানিয়ে বলেন ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্য বিচারের আওতায় আনতে হবে এবং তাদের অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন দেশে সকল প্রবাসীর পরিবারের নিরাপত্তা নিশ্চিতে করতে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান ।