০৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

শাকিবকে নিয়ে কাজ করলে টলিউডের লাভ: পায়েল

  • আপডেট: ০৫:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • 84

ঢালিউডের পাশাপাশি টলিউডেও গুরুত্ব দেওয়া হয় শাকিব খানকে। ওপারের অভিনয়শিল্পীদের মুখে শোনা যায় তার বন্দনা। অভিনেত্রী পায়েল সরকার তো মনে করেন কলকাতার নায়িকাদের সঙ্গে বেশি কাজ করা উচিত শাকিবের। এতে টলিউডের লাভ হবে বলে মনে করেন তিনি।

শাকিবের মুক্তি প্রতিক্ষিত ‘দরদ’ সিনেমায় অভিনয় করেছেন পায়েল। এ ছবিতে শাকিবের লুকের প্রশংসা করে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আগের থেকে আরও রোগা হয়েছে! তাতে আরও ঝকঝকে দেখতে লাগছে।

শাকিব কি আরও বেশি টলিউড নায়িকাদের সঙ্গে অভিনয় করছেন? পায়েলের স্বতঃস্ফূর্ত জবাব, ‘শাকিবের মধ্যে নায়কোচিত সমস্ত গুণ রয়েছে। দুই বাংলা মিলিয়ে এখন প্রচুর কাজও হচ্ছে। সেক্ষেত্রে শাকিব এপার বাংলায় (টলিউড) বেশি কাজ করলে আখেরে লাভ টলিউডের।’

‘দরদ’ পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে পায়েলকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বরাবর এই পদটিকে শ্রদ্ধা করি। কত বার কত জায়গায় যেতে যেতে দেখেছি রোদ-ঝড়-জল-বৃষ্টি মাথায় করে প্রশাসনিক মহল আমাদের নিরাপত্তার খাতিরে পথে নামে। এ বার আমি তাদের ভূমিকায়। অনেক দিন ধরেই মহিলা পুলিশের ভূমিকায় অভিনয়ের ইচ্ছা ছিল।

এরইমধ্যে প্রেকাশ পেয়েছে ‘দরদ’-এর টিজার। বেশ প্রশংসিত হয়েছে। জানা গেছে সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কর্ণাটক— ছয়টি ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

এতে শাকিবের বিপরীতে আছেন বলিউড অভভিনেত্রী সোনাল চৌহান। পায়েল ছাড়াও রয়েছেন বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ। ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

Tag :
সর্বাধিক পঠিত

শাকিবকে নিয়ে কাজ করলে টলিউডের লাভ: পায়েল

আপডেট: ০৫:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

ঢালিউডের পাশাপাশি টলিউডেও গুরুত্ব দেওয়া হয় শাকিব খানকে। ওপারের অভিনয়শিল্পীদের মুখে শোনা যায় তার বন্দনা। অভিনেত্রী পায়েল সরকার তো মনে করেন কলকাতার নায়িকাদের সঙ্গে বেশি কাজ করা উচিত শাকিবের। এতে টলিউডের লাভ হবে বলে মনে করেন তিনি।

শাকিবের মুক্তি প্রতিক্ষিত ‘দরদ’ সিনেমায় অভিনয় করেছেন পায়েল। এ ছবিতে শাকিবের লুকের প্রশংসা করে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আগের থেকে আরও রোগা হয়েছে! তাতে আরও ঝকঝকে দেখতে লাগছে।

শাকিব কি আরও বেশি টলিউড নায়িকাদের সঙ্গে অভিনয় করছেন? পায়েলের স্বতঃস্ফূর্ত জবাব, ‘শাকিবের মধ্যে নায়কোচিত সমস্ত গুণ রয়েছে। দুই বাংলা মিলিয়ে এখন প্রচুর কাজও হচ্ছে। সেক্ষেত্রে শাকিব এপার বাংলায় (টলিউড) বেশি কাজ করলে আখেরে লাভ টলিউডের।’

‘দরদ’ পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে পায়েলকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বরাবর এই পদটিকে শ্রদ্ধা করি। কত বার কত জায়গায় যেতে যেতে দেখেছি রোদ-ঝড়-জল-বৃষ্টি মাথায় করে প্রশাসনিক মহল আমাদের নিরাপত্তার খাতিরে পথে নামে। এ বার আমি তাদের ভূমিকায়। অনেক দিন ধরেই মহিলা পুলিশের ভূমিকায় অভিনয়ের ইচ্ছা ছিল।

এরইমধ্যে প্রেকাশ পেয়েছে ‘দরদ’-এর টিজার। বেশ প্রশংসিত হয়েছে। জানা গেছে সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কর্ণাটক— ছয়টি ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

এতে শাকিবের বিপরীতে আছেন বলিউড অভভিনেত্রী সোনাল চৌহান। পায়েল ছাড়াও রয়েছেন বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ। ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।