মিথ্যা ঘোষণায় আমদানি করা সিগারেট ভর্তি একটি কনটেইনার জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস ও শুল্ক দপ্তরের গোয়েন্দারা। গকাল বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কনটেইনারটিতে ২ হাজার ৫০০ মিনি কার্টুনে মোট ৫০ লাখ পিস সিগারেট পাওয়া যায়।
জানা যায়, ওয়াটার পিউরিফাইয়িং মেশিনের কথা বলে চালানটি আমদানি করেছে রাজধানীর শ্যামপুর শিল্প এলাকার হামকো কর্পোরেশন লিমিটেড। চালানটি ২৬ জুন দুপুরে চট্টগ্রাম বন্দরে পৌঁছে। গোপন সূত্রে কাস্টমস কর্মকর্তারা জানতে পারেন অসত্য তথ্য দিয়ে মালামাল আমদানি করেছে প্রতিষ্ঠানটি।
৫০ লাখ বিদেশি সিগারেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এ কে এম খায়রুল বাশার বলেন, অবৈধভাবে আমদানিকৃতি এক কনটেইনার বিদেশি সিগারেট আটক করা হয়েছে।
নিয়ম অনুযায়ী সিগারেটের মান ঠিক থাকলে চালানটি বাংলাদেশ পর্যটন করপোরেশনের কাছে বিক্রি করা হবে। না হলে আইন অনুযায়ী ধ্বংস করা হবে বলে জানান কর্মকর্তারা।