০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

মাদারীপুরে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৪

  • আপডেট: ১২:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • 34

ছবি : সংগৃহীত

মাদারীপুরের সদর উপজেলার মস্তফাপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে আহত হয়েছে ৪ জন।

পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতরা হলেন, মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় এলাকার গোলাম মাওলা মুন্সির মেয়ে সামিয়া আক্তার (১৮), শহরের পানিছত্র এলাকার সেলিম মিয়ার মেয়ে তানজিলা (১৮), কাজী আল আমিন (২২)। বাকি একজনের নাম পাওয়া যায়নি। তারা সবাই মাদারীপুর সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে কোটা বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরে অবস্থান নেয় আন্দোলনকারী। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা ১১টার দিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক থেকে আন্দোলনকারীদের সরে যেতে বলে। এ সময় উভয়ের মধ্যে মধ্যে প্রথমে হাতাহাতি, পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে লাঠিশোঠা নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে আন্দোলনকারী ৪ ছাত্র আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে জেলার আড়াইশো’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশকে নিরব ভূমিকায় থাকতে দেখা গেছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, আন্দোলনকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিলে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। ছাত্ররা আহতের বিষয়টি তিনি অবগত নন বলেও জানান।

Tag :
সর্বাধিক পঠিত

মাদারীপুরে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৪

আপডেট: ১২:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

মাদারীপুরের সদর উপজেলার মস্তফাপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে আহত হয়েছে ৪ জন।

পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতরা হলেন, মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় এলাকার গোলাম মাওলা মুন্সির মেয়ে সামিয়া আক্তার (১৮), শহরের পানিছত্র এলাকার সেলিম মিয়ার মেয়ে তানজিলা (১৮), কাজী আল আমিন (২২)। বাকি একজনের নাম পাওয়া যায়নি। তারা সবাই মাদারীপুর সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে কোটা বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরে অবস্থান নেয় আন্দোলনকারী। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা ১১টার দিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক থেকে আন্দোলনকারীদের সরে যেতে বলে। এ সময় উভয়ের মধ্যে মধ্যে প্রথমে হাতাহাতি, পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে লাঠিশোঠা নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে আন্দোলনকারী ৪ ছাত্র আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে জেলার আড়াইশো’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশকে নিরব ভূমিকায় থাকতে দেখা গেছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, আন্দোলনকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিলে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। ছাত্ররা আহতের বিষয়টি তিনি অবগত নন বলেও জানান।