০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে এ সরকার সরে যাবে : পররাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট: ০৫:৪৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • 29

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা মো: তৌ‌হিদ হো‌সেন জানিয়েছেন, সরকারের চূড়ান্ত লক্ষ‌্য নির্বাচ‌নের দি‌কে যাওয়া। নির্বাচ‌নের মাধ‌্যমে এ সরকার স‌রে যা‌বে।

রোববার (১১ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

মতবিনিময়ের শুরুতে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বর্তমান সরকারের চূড়ান্ত লক্ষ্য, সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। এই সরকার বিশেষ কোনো দিকের নয়, যুক্তরাষ্ট্র-চীন-ভারত; দেশের স্বার্থ রক্ষায় সবার সাথে ভালো সম্পর্ক রাখতে চায়।’

তিনি বলেন, ‘আমাদের প্রথম কাজ হচ্ছে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। সেটি সাত দিন লাগতে পারে, ১৫ দিন লাগতে পারে, আবার দু’মাসও লাগতে পারে।’

তিনি আরো জানান, অবশ্যই নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে এ সরকার সরে যাবে। তবে ঠিক কত দিন লাগবে তা এখনই বলা যাচ্ছে না।

Tag :
সর্বাধিক পঠিত

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে এ সরকার সরে যাবে : পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট: ০৫:৪৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা মো: তৌ‌হিদ হো‌সেন জানিয়েছেন, সরকারের চূড়ান্ত লক্ষ‌্য নির্বাচ‌নের দি‌কে যাওয়া। নির্বাচ‌নের মাধ‌্যমে এ সরকার স‌রে যা‌বে।

রোববার (১১ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

মতবিনিময়ের শুরুতে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বর্তমান সরকারের চূড়ান্ত লক্ষ্য, সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। এই সরকার বিশেষ কোনো দিকের নয়, যুক্তরাষ্ট্র-চীন-ভারত; দেশের স্বার্থ রক্ষায় সবার সাথে ভালো সম্পর্ক রাখতে চায়।’

তিনি বলেন, ‘আমাদের প্রথম কাজ হচ্ছে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। সেটি সাত দিন লাগতে পারে, ১৫ দিন লাগতে পারে, আবার দু’মাসও লাগতে পারে।’

তিনি আরো জানান, অবশ্যই নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে এ সরকার সরে যাবে। তবে ঠিক কত দিন লাগবে তা এখনই বলা যাচ্ছে না।