০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

আমাকে ব্ল্যাকমেইল হতে হয়েছে, জয়ের পর বললেন দেব

  • আপডেট: ০১:১৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • 34

পর্দায় খলনায়কের বিরুদ্ধে লড়তে দেখা গেলেও ভোটের মাঠে টলিউড সুপারস্টার দেব লড়ছেন আরেক নায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণের বিরুদ্ধে। নির্বাচনী আসন ঘাটাল থেকে এর আগে দুইবার লোকসভা নির্বাচনে জয় পেয়েছেন দেব। এবার হিরণকে বিপুল ভোটে হারিয়ে দান দান তিন দান সম্পন্ন করলেন দেব।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিকেল ৪টা পর্যন্ত ঘাটাল লোকসভা কেন্দ্রে ১ লাখ ২০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী দেব (দীপক অধিকারী)। ৫২ শতাংশেরও বেশি ভোট পড়েছে দেবের বাক্সে। অন্যদিকে হিরণ ৪০ শতাংশের মতো ভোট পেয়েছেন।

এদিকে নির্বাচনে জিতেই দেব জানালেন, তাকে ব্ল্যাকমেইল হতে হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তিনি বলেন, “গত ৩ বছর আমার পিছনে সিবিআই লাগানো হয়েছিল। ব্ল্যাকমেইল হতে হয়েছে আমাকে। যারা চোর, তাদের ধরুক। আমার ঘাটাল কেন্দ্রের মানুষ সব জবাব দিয়েছে। গোটা দেশ জবাব দিয়েছে। এই ক্রেডিট দিদির, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই জয়টা আমার দলের কর্মী-সমর্থকদের। দায়িত্ব আরও বাড়ল। ভারতবর্ষজুড়ে যেভাবে রেজাল্ট উলট-পালট হলো, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়ার পথ সুপ্রশস্ত হলো।”

প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরণকেও খুঁচিয়েছেন। তার ভাষায়, “আমাকে জেতানোর নেপথ্যে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়েরও অবদান রয়েছে। উনি যেভাবে প্রচারের ময়দানে নোংরা রাজনীতি করেছেন, কুৎসা রটিয়েছেন, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ সেটা ভালোভাবে নেয়নি। সেইজন্য এখানে তৃণমূলের ভোটের মার্জিনটা এবছর বেড়েছে।”

আজ ৪ জুন সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল দেব-হিরণের মাঝে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্য বদলাতে শুরু করে। স্থানীয় সময় আড়াইটা পর্যন্ত দেবের দখলে ছিল ৩,৩৬,২০৭ ভোট। হিরণের দখলে ২,৫৬,৭৯৯ ভোট। সেসময় দেব এগিয়ে ছিলেন ৮৫ হাজারেরও বেশি ভোটে।

দেব অবশ্য এর আগেই হ্যাটট্রিকের আচ দিয়েছিলেন। দুপুর ১টার দিকে নাগাদ নিজের হোয়াটস্অ্যাপ স্ট্যাটাসে লিখেছিলেন, ‘‘গ্র্যাটিটিউড।’’ বাংলা করলে দাঁড়ায় ‘কৃতজ্ঞতা’। সম্ভবত ঘাটালের সাধারণ মানুষ এবং দলের কর্মী-সমর্থকদের উদ্দেশেই সে কথা লিখেছিলেন দেব।

Tag :
সর্বাধিক পঠিত

আমাকে ব্ল্যাকমেইল হতে হয়েছে, জয়ের পর বললেন দেব

আপডেট: ০১:১৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

পর্দায় খলনায়কের বিরুদ্ধে লড়তে দেখা গেলেও ভোটের মাঠে টলিউড সুপারস্টার দেব লড়ছেন আরেক নায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণের বিরুদ্ধে। নির্বাচনী আসন ঘাটাল থেকে এর আগে দুইবার লোকসভা নির্বাচনে জয় পেয়েছেন দেব। এবার হিরণকে বিপুল ভোটে হারিয়ে দান দান তিন দান সম্পন্ন করলেন দেব।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিকেল ৪টা পর্যন্ত ঘাটাল লোকসভা কেন্দ্রে ১ লাখ ২০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী দেব (দীপক অধিকারী)। ৫২ শতাংশেরও বেশি ভোট পড়েছে দেবের বাক্সে। অন্যদিকে হিরণ ৪০ শতাংশের মতো ভোট পেয়েছেন।

এদিকে নির্বাচনে জিতেই দেব জানালেন, তাকে ব্ল্যাকমেইল হতে হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তিনি বলেন, “গত ৩ বছর আমার পিছনে সিবিআই লাগানো হয়েছিল। ব্ল্যাকমেইল হতে হয়েছে আমাকে। যারা চোর, তাদের ধরুক। আমার ঘাটাল কেন্দ্রের মানুষ সব জবাব দিয়েছে। গোটা দেশ জবাব দিয়েছে। এই ক্রেডিট দিদির, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই জয়টা আমার দলের কর্মী-সমর্থকদের। দায়িত্ব আরও বাড়ল। ভারতবর্ষজুড়ে যেভাবে রেজাল্ট উলট-পালট হলো, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়ার পথ সুপ্রশস্ত হলো।”

প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরণকেও খুঁচিয়েছেন। তার ভাষায়, “আমাকে জেতানোর নেপথ্যে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়েরও অবদান রয়েছে। উনি যেভাবে প্রচারের ময়দানে নোংরা রাজনীতি করেছেন, কুৎসা রটিয়েছেন, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ সেটা ভালোভাবে নেয়নি। সেইজন্য এখানে তৃণমূলের ভোটের মার্জিনটা এবছর বেড়েছে।”

আজ ৪ জুন সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল দেব-হিরণের মাঝে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্য বদলাতে শুরু করে। স্থানীয় সময় আড়াইটা পর্যন্ত দেবের দখলে ছিল ৩,৩৬,২০৭ ভোট। হিরণের দখলে ২,৫৬,৭৯৯ ভোট। সেসময় দেব এগিয়ে ছিলেন ৮৫ হাজারেরও বেশি ভোটে।

দেব অবশ্য এর আগেই হ্যাটট্রিকের আচ দিয়েছিলেন। দুপুর ১টার দিকে নাগাদ নিজের হোয়াটস্অ্যাপ স্ট্যাটাসে লিখেছিলেন, ‘‘গ্র্যাটিটিউড।’’ বাংলা করলে দাঁড়ায় ‘কৃতজ্ঞতা’। সম্ভবত ঘাটালের সাধারণ মানুষ এবং দলের কর্মী-সমর্থকদের উদ্দেশেই সে কথা লিখেছিলেন দেব।