০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ার হলগুলোতে ফুলহাউজ চলছে শাকিবের তুফান

  • আপডেট: ০৭:৪৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • 38

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান অভিনীত ‌‘তুফান’ মুক্তি পেয়েছে মালয়েশিয়ায়। গেল ২৩ আগস্ট থেকে সিনেমাটি চলছে দেশটির বেশ কয়েকটি থিয়েটারে।

সেগুলোতে খুব ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সিনেমাটি মালয়েশিয়ার হলগুলোতে ফুলহাউজ যাচ্ছে। মুক্তির আগে থেকেই প্রবাসীদের মধ্যে ছিল উন্মাদনা। মুক্তির প্রথম শো থেকেই দেখা যাচ্ছে দর্শকের ভিড়।

গত ঈদুল আজহায় ‘তুফান’ মুক্তি পায় ঢাকায়। পরে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, ফ্রান্স, পর্তুগাল, ইউএসএ, কানাডা, ইউকে, নেদারল্যান্ডস, ইইউই, ওমান, কাতার, বাহরাইন, ভারত ও সিংগাপুরেও ছবিটি মুক্তির খবর পাওয়া গিয়েছিল।

সেই ধারবাহিকতায় সেন্সর জটিলতার কারণে দুবার পেছানোর পর গতকাল মালয়েশিয়ান ডিস্ট্রিবিউশন কোম্পানি জেটিজি এন্টারপ্রাইজ মুক্তির জন্য সেন্সর সার্টিফিকেট পায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রাসেল বলেন, ‘তুফান মুক্তি দিয়ে আমরা আনন্দিত। দারুণ সাড়া পাচ্ছি দর্শকের।’

তিনি জানান মালয়েশিয়ায় ১১টি স্ক্রিণে প্রতিদিন ২৫টি শো চলছে তুফানের। সেগুলো হলো – কুয়ালালামপুর জিএসসিতে কুইল সিটি মলে দুপুর ১২টা ১৫ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটের শো। কুয়ালালামপুর এলএফএস কলিসিয়ামে দুপুর ১২টা ১৫ ও ৩টা ১৫ মিনিটের শো। টিজিভির সানওয়ে পুত্রে দুপুর ১টা ১৫ মিনিটে, টিজিভির জয়া শপিং সেন্টারে দুপুর ২টা ৩০ ও রাত ৭টা ৪৫ মিনিটে, টিজিভির চেরাস সেন্ট্রালে বিকেল ৪টা ৪৫ মিনিটও রাত ৭টা ৪৫ মিনিটে, টিজিভির বুকিট রাজায় দুপুর ১টা ১৫ ও রাত ৭টা ৪৫ মিনিটে, টিজিভির শেমেলিন ১- এ বিকেল ৫টা ৪৫ ও রাত ৮টা ১৫ মিনিটে, জহুর বাড়ু এলএফএস প্লাজার তাসেক সুদাই সিনেপ্লেক্সে দুপুর ১২টা ও বিকেল ৩টা ২০ মিনিটে, জহুর বাড়ুর সুয়ারা সিনেমা পাসির গুদাং সিনেপ্লেক্সে বিকেল ৩টা, ৫টা ৪৫ ও রাত ৮টা ৩০ মিনিটে, আইপিওএইচ এলএফসের সেরি কিন্তায় ‍দুপুর ১২টা ও বিকেল ৩টায় ছবিটি দেখা যাবে। এছাড়াও পেনাং শহরের বায়ান লেপাসের এলএফএস বুকিত জাম্বুলে ছবিটির চারটি শো চলছে। সেগুলো হলো দুপুর ১২টা ১০, বিকেলে ৩টা ১০, সন্ধ্যা ৬টা ১০ ও রাত ৯টা ১০ মিনিটে। কুয়ালালামপুরে সুরিয়া কেএলসিসিতে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দেখা যাবে তুফান।

ছবি দেখার জন্য অনলাইনে টিকিট কাটা যাবে। এজন্য টিজিভির এলএফএস সিনেমাস, জিএসসি এবং সুয়ারা স্ক্রিণ সিনেমার অ্যাপস ও ওয়েবসাইটে চোখ রাখতে হবে।

Tag :
সর্বাধিক পঠিত

মালয়েশিয়ার হলগুলোতে ফুলহাউজ চলছে শাকিবের তুফান

আপডেট: ০৭:৪৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান অভিনীত ‌‘তুফান’ মুক্তি পেয়েছে মালয়েশিয়ায়। গেল ২৩ আগস্ট থেকে সিনেমাটি চলছে দেশটির বেশ কয়েকটি থিয়েটারে।

সেগুলোতে খুব ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সিনেমাটি মালয়েশিয়ার হলগুলোতে ফুলহাউজ যাচ্ছে। মুক্তির আগে থেকেই প্রবাসীদের মধ্যে ছিল উন্মাদনা। মুক্তির প্রথম শো থেকেই দেখা যাচ্ছে দর্শকের ভিড়।

গত ঈদুল আজহায় ‘তুফান’ মুক্তি পায় ঢাকায়। পরে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, ফ্রান্স, পর্তুগাল, ইউএসএ, কানাডা, ইউকে, নেদারল্যান্ডস, ইইউই, ওমান, কাতার, বাহরাইন, ভারত ও সিংগাপুরেও ছবিটি মুক্তির খবর পাওয়া গিয়েছিল।

সেই ধারবাহিকতায় সেন্সর জটিলতার কারণে দুবার পেছানোর পর গতকাল মালয়েশিয়ান ডিস্ট্রিবিউশন কোম্পানি জেটিজি এন্টারপ্রাইজ মুক্তির জন্য সেন্সর সার্টিফিকেট পায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রাসেল বলেন, ‘তুফান মুক্তি দিয়ে আমরা আনন্দিত। দারুণ সাড়া পাচ্ছি দর্শকের।’

তিনি জানান মালয়েশিয়ায় ১১টি স্ক্রিণে প্রতিদিন ২৫টি শো চলছে তুফানের। সেগুলো হলো – কুয়ালালামপুর জিএসসিতে কুইল সিটি মলে দুপুর ১২টা ১৫ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটের শো। কুয়ালালামপুর এলএফএস কলিসিয়ামে দুপুর ১২টা ১৫ ও ৩টা ১৫ মিনিটের শো। টিজিভির সানওয়ে পুত্রে দুপুর ১টা ১৫ মিনিটে, টিজিভির জয়া শপিং সেন্টারে দুপুর ২টা ৩০ ও রাত ৭টা ৪৫ মিনিটে, টিজিভির চেরাস সেন্ট্রালে বিকেল ৪টা ৪৫ মিনিটও রাত ৭টা ৪৫ মিনিটে, টিজিভির বুকিট রাজায় দুপুর ১টা ১৫ ও রাত ৭টা ৪৫ মিনিটে, টিজিভির শেমেলিন ১- এ বিকেল ৫টা ৪৫ ও রাত ৮টা ১৫ মিনিটে, জহুর বাড়ু এলএফএস প্লাজার তাসেক সুদাই সিনেপ্লেক্সে দুপুর ১২টা ও বিকেল ৩টা ২০ মিনিটে, জহুর বাড়ুর সুয়ারা সিনেমা পাসির গুদাং সিনেপ্লেক্সে বিকেল ৩টা, ৫টা ৪৫ ও রাত ৮টা ৩০ মিনিটে, আইপিওএইচ এলএফসের সেরি কিন্তায় ‍দুপুর ১২টা ও বিকেল ৩টায় ছবিটি দেখা যাবে। এছাড়াও পেনাং শহরের বায়ান লেপাসের এলএফএস বুকিত জাম্বুলে ছবিটির চারটি শো চলছে। সেগুলো হলো দুপুর ১২টা ১০, বিকেলে ৩টা ১০, সন্ধ্যা ৬টা ১০ ও রাত ৯টা ১০ মিনিটে। কুয়ালালামপুরে সুরিয়া কেএলসিসিতে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দেখা যাবে তুফান।

ছবি দেখার জন্য অনলাইনে টিকিট কাটা যাবে। এজন্য টিজিভির এলএফএস সিনেমাস, জিএসসি এবং সুয়ারা স্ক্রিণ সিনেমার অ্যাপস ও ওয়েবসাইটে চোখ রাখতে হবে।