০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫

সীমান্ত হত্যার প্রশ্নে এড়িয়ে গেলেন প্রণয় ভার্মা

  • আপডেট: ১১:৫১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • 19

ছবি সংগৃহীত

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সীমান্তকেন্দ্রিক সম্পর্ক নিয়ে নতুন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আলোচনা করেছেন। তবে সীমান্ত হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি তিনি।

মঙ্গলবার পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সীমান্ত হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান প্রণয় ভার্মা।

ভারতীয় হাইকমিশনার বলেন, নতুন পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অংশীদার। একে অপরকে জানার জন্য একটি ভালো সাক্ষাৎ ছিল এটি। সীমান্তকেন্দ্রিক আলোচনা হয়েছে। তবে খুব বিস্তারিত আলাপ হয়নি।

প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। দুদেশের নিরাপত্তা ও উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি, আমরা সেই সম্পর্ক চলমান রাখতে চাই। আমরা সামনে আরও কাজ করতে চাই।

ভারতীয় দূতের কথা শেষ হওয়ার পর এক সাংবাদিক প্রশ্ন করেন, সীমান্ত হত্যা এখন আলোচিত বিষয়, এ নিয়ে আপনার মন্তব্য কী— জবাবে হাইকমিশনার বলেন, এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। এর বাইরে কোনো কথা বলেননি প্রণয় ভার্মা।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হয়েছেন। স্বর্ণা নিহত হওয়ার তিনদিনের মাথায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে আরেক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

সীমান্ত হত্যার প্রশ্নে এড়িয়ে গেলেন প্রণয় ভার্মা

আপডেট: ১১:৫১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সীমান্তকেন্দ্রিক সম্পর্ক নিয়ে নতুন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আলোচনা করেছেন। তবে সীমান্ত হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি তিনি।

মঙ্গলবার পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সীমান্ত হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান প্রণয় ভার্মা।

ভারতীয় হাইকমিশনার বলেন, নতুন পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অংশীদার। একে অপরকে জানার জন্য একটি ভালো সাক্ষাৎ ছিল এটি। সীমান্তকেন্দ্রিক আলোচনা হয়েছে। তবে খুব বিস্তারিত আলাপ হয়নি।

প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। দুদেশের নিরাপত্তা ও উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি, আমরা সেই সম্পর্ক চলমান রাখতে চাই। আমরা সামনে আরও কাজ করতে চাই।

ভারতীয় দূতের কথা শেষ হওয়ার পর এক সাংবাদিক প্রশ্ন করেন, সীমান্ত হত্যা এখন আলোচিত বিষয়, এ নিয়ে আপনার মন্তব্য কী— জবাবে হাইকমিশনার বলেন, এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। এর বাইরে কোনো কথা বলেননি প্রণয় ভার্মা।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হয়েছেন। স্বর্ণা নিহত হওয়ার তিনদিনের মাথায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে আরেক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে।