০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

তারা আমাকে কতটুকু চেনে যারা প্লেগার্ল বলে : স্পর্শিয়া

  • আপডেট: ০৮:৫২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • 28

অর্চিতা স্পর্শিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন অর্চিতা স্পর্শিয়া। পর্দায় অনবদ্য অভিনয়ের জন্য বরাবরই দর্শকমহলে বেশ প্রশংসিত তিনি। এ কারণে মাঝে মধ্যে আলোচনায় দেখা যায় তাকে। তবে এর বাইরে ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে কিছু প্রচলিত কথা ছিল, সেসব ইমেজ তৈরিতে যারা অবদান রেখেছেন, তাদের নিয়েই এবার প্রশ্ন তুলেছেন স্পর্শিয়া।

দেশের শোবিজের প্রোডাকশনের ওয়েল সিস্টেমের জন্য পথে নেমেছেন সংশ্লিষ্টরা। তাদের উদ্দেশ্য করে স্পর্শিয়ারে প্রশ্ন, যারা (আমারি বন্ধুরুপ্ধারী) যেসব পিছে বলে এবং এক অদ্ভুত প্লেগার্ল ইমেজ তৈরি করেছে আমার, তারা আসলে কতটুকু আমাকে চিনে বা জানে?

রোববার সামাজিক মাধ্যমে এক পোস্টে অর্চিতা স্পর্শিয়া বলেন, পাওনা টাকা চাওয়াতে যেই হাউস, ডিরেক্টর, প্রডিউসার, এক্সেকিউটিভ প্রডিউসারদের কাছে সময়ের সাথে বয়কট বা অপছন্দের আর্টিস্ট হয়েছি, বা মেলামেশায় কমতি থাকায়, বা ব্যক্তিগত জীবনের ডিসিশনে এবং ভিক্টিম প্লে করে ফেক ইমেজ মেনটেইন না করায় যেভাবে আর্টিস্ট হিসেবে কর্নার্ড হয়েছি, এসব বিষয় তারা, যারা প্রডাকশনের ওয়েল-সিস্টেমের দাবিতে নেমেছে তাদের বক্তব্য কী?

এর কারণ হিসেবে কোনো কারণই নেই উল্লেখ করে স্পর্শিয়া বলেন, ‘ কিছু যায় আসেনা, এমনেই হটাৎ একটু চুলকানি উঠায় কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো। কিউরিয়াস মাইন্ড অলসো ওয়ান্টস টু নো, যারা (আমারি বন্ধুরুপ্ধারী) যেসব পিছে বলে এবং এক অদ্ভুত play-girl ইমেজ তৈরী করেছে আমার, তারা আসলে কতটুকু আমাকে চিনে বা জানে? ’

স্পর্শিয়া ছোট্ট একটি রিমাইন্ডার দিয়ে বলেন, ‘শুধু আমিই আমাকে নিয়ে হাসতে ও কথা বলতে পারি। কারণ শুধু আমিই আমাকে নির্মাণ করেছি এবং জীবনের প্রতিটি স্পন্দনে নিজেকে বহন করে গেছি। অন্যরা যোগ দিতে পারেন, যদি আমি আপনাকে অনুমতি দিই।

Tag :
সর্বাধিক পঠিত

তারা আমাকে কতটুকু চেনে যারা প্লেগার্ল বলে : স্পর্শিয়া

আপডেট: ০৮:৫২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন অর্চিতা স্পর্শিয়া। পর্দায় অনবদ্য অভিনয়ের জন্য বরাবরই দর্শকমহলে বেশ প্রশংসিত তিনি। এ কারণে মাঝে মধ্যে আলোচনায় দেখা যায় তাকে। তবে এর বাইরে ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে কিছু প্রচলিত কথা ছিল, সেসব ইমেজ তৈরিতে যারা অবদান রেখেছেন, তাদের নিয়েই এবার প্রশ্ন তুলেছেন স্পর্শিয়া।

দেশের শোবিজের প্রোডাকশনের ওয়েল সিস্টেমের জন্য পথে নেমেছেন সংশ্লিষ্টরা। তাদের উদ্দেশ্য করে স্পর্শিয়ারে প্রশ্ন, যারা (আমারি বন্ধুরুপ্ধারী) যেসব পিছে বলে এবং এক অদ্ভুত প্লেগার্ল ইমেজ তৈরি করেছে আমার, তারা আসলে কতটুকু আমাকে চিনে বা জানে?

রোববার সামাজিক মাধ্যমে এক পোস্টে অর্চিতা স্পর্শিয়া বলেন, পাওনা টাকা চাওয়াতে যেই হাউস, ডিরেক্টর, প্রডিউসার, এক্সেকিউটিভ প্রডিউসারদের কাছে সময়ের সাথে বয়কট বা অপছন্দের আর্টিস্ট হয়েছি, বা মেলামেশায় কমতি থাকায়, বা ব্যক্তিগত জীবনের ডিসিশনে এবং ভিক্টিম প্লে করে ফেক ইমেজ মেনটেইন না করায় যেভাবে আর্টিস্ট হিসেবে কর্নার্ড হয়েছি, এসব বিষয় তারা, যারা প্রডাকশনের ওয়েল-সিস্টেমের দাবিতে নেমেছে তাদের বক্তব্য কী?

এর কারণ হিসেবে কোনো কারণই নেই উল্লেখ করে স্পর্শিয়া বলেন, ‘ কিছু যায় আসেনা, এমনেই হটাৎ একটু চুলকানি উঠায় কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো। কিউরিয়াস মাইন্ড অলসো ওয়ান্টস টু নো, যারা (আমারি বন্ধুরুপ্ধারী) যেসব পিছে বলে এবং এক অদ্ভুত play-girl ইমেজ তৈরী করেছে আমার, তারা আসলে কতটুকু আমাকে চিনে বা জানে? ’

স্পর্শিয়া ছোট্ট একটি রিমাইন্ডার দিয়ে বলেন, ‘শুধু আমিই আমাকে নিয়ে হাসতে ও কথা বলতে পারি। কারণ শুধু আমিই আমাকে নির্মাণ করেছি এবং জীবনের প্রতিটি স্পন্দনে নিজেকে বহন করে গেছি। অন্যরা যোগ দিতে পারেন, যদি আমি আপনাকে অনুমতি দিই।