০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট

  • আপডেট: ০৬:৫২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • 33

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অ্যাপারেলস প্লাস কারখানার শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে রাস্তার দুই দিকে দেখা দিয়েছে তীব্র যানজট। ফলে যানজটে নাকাল হচ্ছেন যাত্রীরা।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে আন্দোলনে নামেন পোশাক শ্রমিকরা। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এদিকে, সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দেখা দিয়েছে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজট। এতে নাকাল হচ্ছেন যাত্রীরা। এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোগড়া বাইপাস ও আশেপাশের এলাকায় বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অপরদিকে কোনাবাড়ি এলাকার এম এম নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিফিন বিল, নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে সোমবার দুপুরে বিক্ষোভ শুরু করে। কোনো সমাধান না হওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকে তারা ফের কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেছে।

বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি কারখানা বন্ধ ছাড়াও বাকি ৯৮ ভাগ কারখানায় উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। সচল কারখানাগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের দাবি দাওয়া মেনে নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক আছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানিয়েছেন, গাজীপুর জেলায় আজ ৫টি কারখানা বন্ধ আছে। এর মধ্যে ৪টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ১টি কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে। ২টি কারখানার শ্রমিকরা বিভিন্ন আন্দোলন করছে।

শিল্প পুলিশের দেওয়া তথ্যমতে, গাজীপুরে ২ হাজার ৬শ তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করছেন অন্তত ২২ লাখ শ্রমিক।

Tag :
সর্বাধিক পঠিত

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট

আপডেট: ০৬:৫২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অ্যাপারেলস প্লাস কারখানার শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে রাস্তার দুই দিকে দেখা দিয়েছে তীব্র যানজট। ফলে যানজটে নাকাল হচ্ছেন যাত্রীরা।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে আন্দোলনে নামেন পোশাক শ্রমিকরা। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এদিকে, সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দেখা দিয়েছে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজট। এতে নাকাল হচ্ছেন যাত্রীরা। এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোগড়া বাইপাস ও আশেপাশের এলাকায় বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অপরদিকে কোনাবাড়ি এলাকার এম এম নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিফিন বিল, নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে সোমবার দুপুরে বিক্ষোভ শুরু করে। কোনো সমাধান না হওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকে তারা ফের কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেছে।

বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি কারখানা বন্ধ ছাড়াও বাকি ৯৮ ভাগ কারখানায় উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। সচল কারখানাগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের দাবি দাওয়া মেনে নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক আছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানিয়েছেন, গাজীপুর জেলায় আজ ৫টি কারখানা বন্ধ আছে। এর মধ্যে ৪টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ১টি কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে। ২টি কারখানার শ্রমিকরা বিভিন্ন আন্দোলন করছে।

শিল্প পুলিশের দেওয়া তথ্যমতে, গাজীপুরে ২ হাজার ৬শ তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করছেন অন্তত ২২ লাখ শ্রমিক।