০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ইরানের প্রেসিডেন্ট হুংকার দিয়ে যা বললেন ইসরায়েলকে

  • আপডেট: ০৯:২৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • 40

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে কড়া ‍হুংকার দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইসরায়েল সামান্য কোনো ভুল করলে তার জন্য কড়া মূল্য দিতে হবে।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মাসুদ পেজেশকিয়ান বলেন, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিক্রিয়া। এ সময় তিনি সতর্ক করে বলেন, তেল আবিবের সামান্যতম ভুল আরও সংঘাত ও ‍উত্তেজনা বাড়িয়ে তুলবে।

বুধবার সন্ধ্যায় কাতারে রাজধারী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের প্রেসিডেন্ট। এ সময় তিনি এসব মন্তব্য করেন।

তেহরানে হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহের হত্যাকাণ্ডকে তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা হিসেবে বর্ণনা করেন পেজেশকিয়ান। তিনি তার শপথানুষ্ঠানে হানিয়াহকে আলিঙ্গন করার কথা স্মরণ করে বলেন, তার ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টা পরেই ইসরায়েল এ কাপুরুচিত ঘটনা ঘটিয়েছে।

সাক্ষাতে গাজা ও লেবাননে ইসরায়েল হামলার নিন্দা করেন এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর গণতন্ত্র ও মানবাধিকারের দোহাই দিয়ে ইসরায়েলকে সমর্থনের সমালোচনা করেন।

মঙ্গলবার রাতের অপারেশন ট্রু প্রমিজ-২-এর কথা উল্লেখ করে তিনি বলেন, পশ্চিমারা গাজায় যুদ্ধবিরতির বিনিময়ে হানিয়াহর হত্যার প্রতিশোধ নেওয়া থেকে ইরানকে কথা বলে প্রতারণা করেছে।

ইরানের প্রসিডেন্ট বলেন, ইসরায়েলি শাসকদের নৃশংসতার ধারাবাহিকতা ইরানের সশস্ত্র বাহিনীকে প্রেতিক্রিয়া জানাতে বাধ্য করছে। ইসরায়েল সামান্য ভুল করলে তারা আরও বেশি শক্তিশালী প্রতিক্রিয়া পাবে।

এ সময় তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, জাতীয় ঐক্যের অভাব ফিলিস্তিনি এবং লেবাননের জনগণের বিরুদ্ধে আরও অপরাধ করতে ইসরায়েলি সরকারকে উৎসাহিত করেছে।

Tag :
সর্বাধিক পঠিত

ইরানের প্রেসিডেন্ট হুংকার দিয়ে যা বললেন ইসরায়েলকে

আপডেট: ০৯:২৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

ইসরায়েলের বিরুদ্ধে কড়া ‍হুংকার দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইসরায়েল সামান্য কোনো ভুল করলে তার জন্য কড়া মূল্য দিতে হবে।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মাসুদ পেজেশকিয়ান বলেন, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিক্রিয়া। এ সময় তিনি সতর্ক করে বলেন, তেল আবিবের সামান্যতম ভুল আরও সংঘাত ও ‍উত্তেজনা বাড়িয়ে তুলবে।

বুধবার সন্ধ্যায় কাতারে রাজধারী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের প্রেসিডেন্ট। এ সময় তিনি এসব মন্তব্য করেন।

তেহরানে হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহের হত্যাকাণ্ডকে তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা হিসেবে বর্ণনা করেন পেজেশকিয়ান। তিনি তার শপথানুষ্ঠানে হানিয়াহকে আলিঙ্গন করার কথা স্মরণ করে বলেন, তার ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টা পরেই ইসরায়েল এ কাপুরুচিত ঘটনা ঘটিয়েছে।

সাক্ষাতে গাজা ও লেবাননে ইসরায়েল হামলার নিন্দা করেন এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর গণতন্ত্র ও মানবাধিকারের দোহাই দিয়ে ইসরায়েলকে সমর্থনের সমালোচনা করেন।

মঙ্গলবার রাতের অপারেশন ট্রু প্রমিজ-২-এর কথা উল্লেখ করে তিনি বলেন, পশ্চিমারা গাজায় যুদ্ধবিরতির বিনিময়ে হানিয়াহর হত্যার প্রতিশোধ নেওয়া থেকে ইরানকে কথা বলে প্রতারণা করেছে।

ইরানের প্রসিডেন্ট বলেন, ইসরায়েলি শাসকদের নৃশংসতার ধারাবাহিকতা ইরানের সশস্ত্র বাহিনীকে প্রেতিক্রিয়া জানাতে বাধ্য করছে। ইসরায়েল সামান্য ভুল করলে তারা আরও বেশি শক্তিশালী প্রতিক্রিয়া পাবে।

এ সময় তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, জাতীয় ঐক্যের অভাব ফিলিস্তিনি এবং লেবাননের জনগণের বিরুদ্ধে আরও অপরাধ করতে ইসরায়েলি সরকারকে উৎসাহিত করেছে।