০১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

প্রথম দিনেই মাঠে নামছে নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ

  • আপডেট: ১০:১৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • 33

সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার পর্দা উঠছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের।

উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ স্কটল্যান্ড।

শারজায় বিকেল ৪টায় শুরু হবে উদ্বোধনী ম্যাচটি। একই মাঠে রাত ৮টায় প্রথম দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে দু’টি গ্রুপে অংশ নিচ্ছে ১০টি দল।

গ্রুপ ‘বি’তে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এবং স্কটল্যান্ডের বিপক্ষে।

গ্রুপ ‘এ’তে আছে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা নারী দল।

২০১৪ সাল থেকে শুরু করে এ পর্যন্ত পাঁচটি আসরে খেলেছে বাংলাদেশ। প্রতিবারই বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকে। এবার ভালো স্কোর গড়ার লক্ষ্য বাঘিনীদের।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্বাগতিক দেশ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নিরাপত্তা ইস্যুতে আইসিসি তা আমিরাতে সরিয়ে নেয়।

Tag :
সর্বাধিক পঠিত

প্রথম দিনেই মাঠে নামছে নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ

আপডেট: ১০:১৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার পর্দা উঠছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের।

উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ স্কটল্যান্ড।

শারজায় বিকেল ৪টায় শুরু হবে উদ্বোধনী ম্যাচটি। একই মাঠে রাত ৮টায় প্রথম দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে দু’টি গ্রুপে অংশ নিচ্ছে ১০টি দল।

গ্রুপ ‘বি’তে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এবং স্কটল্যান্ডের বিপক্ষে।

গ্রুপ ‘এ’তে আছে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা নারী দল।

২০১৪ সাল থেকে শুরু করে এ পর্যন্ত পাঁচটি আসরে খেলেছে বাংলাদেশ। প্রতিবারই বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকে। এবার ভালো স্কোর গড়ার লক্ষ্য বাঘিনীদের।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্বাগতিক দেশ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নিরাপত্তা ইস্যুতে আইসিসি তা আমিরাতে সরিয়ে নেয়।