০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

  • আপডেট: ১২:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • 31

গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রয়টার্সের ফাইল ছবি

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার (৬ জুন) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য তিন ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রস্তাব উত্থাপন করেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এ প্রস্তাবকে ইসরাইলি উদ্যোগ বলে উল্লেখ করে এর প্রতি সদস্য দেশগুলোর সমর্থন চান বাইডেন।

কূটনীতিকেরা জানিয়েছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একমাত্র আরব সদস্য দেশ আলজেরিয়াও প্রস্তাবটিতে সমর্থন দিতে প্রস্তুত নয় বলে জানায়।
নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র ১৫টি। এর মধ্যে ৫টি স্থায়ী রাষ্ট্র আছে যাদের ভেটো দেয়ার ক্ষমতা আছে। এ রাষ্ট্রগুলো হলো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন।

পরিষদে কোনো প্রস্তাব পাস হতে সর্বোচ্চ ৯ সদস্য রাষ্ট্রের ভোট প্রয়োজন। তবে কোনো প্রস্তাবে সর্বোচ্চ সংখ্যক সদস্য রাষ্ট্রের ভোট থাকা সত্ত্বেও পরিষদের কোনো স্থায়ী সদস্য ভেটো দিলে প্রস্তাবটি কার্যকর করা যায় না।

বাইডেনের প্রস্তাবিত পরিকল্পনাটি নিরাপত্তা পরিষদে উত্থাপন করার পর এটি ৯টি ভোট পেয়েছে। তবে পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র রাশিয়া এবং চীন এর মধ্যে ভেটো দিয়েছে। তাই এই প্রস্তাবটি আর কার্যকর হবে না।

যুক্তরাষ্ট্রের তোলা প্রস্তাবে বলা হয়েছে, প্রথম ধাপে গাজা উপত্যকায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। দ্বিতীয় ধাপে লড়াইরত পক্ষগুলোকে তাদের মধ্যকার বৈরিতার স্থায়ী অবসান ঘটাতে হবে।

কূটনীতিকেরা বলছেন, চীন ও রাশিয়াসহ নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশ প্রস্তাবটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইসরাইল আসলেই এ প্রস্তাব গ্রহণ করেছে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। যুক্তরাষ্ট্রের পরিকল্পনাটি সংশোধনের প্রস্তাব দিয়েছে রাশিয়া।

Tag :
সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

আপডেট: ১২:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪

গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রয়টার্সের ফাইল ছবি

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার (৬ জুন) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য তিন ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রস্তাব উত্থাপন করেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এ প্রস্তাবকে ইসরাইলি উদ্যোগ বলে উল্লেখ করে এর প্রতি সদস্য দেশগুলোর সমর্থন চান বাইডেন।

কূটনীতিকেরা জানিয়েছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একমাত্র আরব সদস্য দেশ আলজেরিয়াও প্রস্তাবটিতে সমর্থন দিতে প্রস্তুত নয় বলে জানায়।
নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র ১৫টি। এর মধ্যে ৫টি স্থায়ী রাষ্ট্র আছে যাদের ভেটো দেয়ার ক্ষমতা আছে। এ রাষ্ট্রগুলো হলো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন।

পরিষদে কোনো প্রস্তাব পাস হতে সর্বোচ্চ ৯ সদস্য রাষ্ট্রের ভোট প্রয়োজন। তবে কোনো প্রস্তাবে সর্বোচ্চ সংখ্যক সদস্য রাষ্ট্রের ভোট থাকা সত্ত্বেও পরিষদের কোনো স্থায়ী সদস্য ভেটো দিলে প্রস্তাবটি কার্যকর করা যায় না।

বাইডেনের প্রস্তাবিত পরিকল্পনাটি নিরাপত্তা পরিষদে উত্থাপন করার পর এটি ৯টি ভোট পেয়েছে। তবে পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র রাশিয়া এবং চীন এর মধ্যে ভেটো দিয়েছে। তাই এই প্রস্তাবটি আর কার্যকর হবে না।

যুক্তরাষ্ট্রের তোলা প্রস্তাবে বলা হয়েছে, প্রথম ধাপে গাজা উপত্যকায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। দ্বিতীয় ধাপে লড়াইরত পক্ষগুলোকে তাদের মধ্যকার বৈরিতার স্থায়ী অবসান ঘটাতে হবে।

কূটনীতিকেরা বলছেন, চীন ও রাশিয়াসহ নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশ প্রস্তাবটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইসরাইল আসলেই এ প্রস্তাব গ্রহণ করেছে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। যুক্তরাষ্ট্রের পরিকল্পনাটি সংশোধনের প্রস্তাব দিয়েছে রাশিয়া।