০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

পশ্চিমবঙ্গবাসী গরমে নাজেহাল

  • আপডেট: ০৯:২৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • 26

গরম থেকে বাঁচতে মুখে কাপড় পেঁচিয়ে বের হয়েছেন কলকাতার তরুণীরা
ভাপসা গরমে ওষ্ঠাগত কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গবাসীর জীবন। সূর্যের প্রখর তাপের নিচে পুরো রাজ্য। তাপমাত্রা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আদ্রতাও।

কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১১ জুন থেকে ১৩ জুন কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া তীব্র গরমের দাপট চলবে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই।

এছাড়া কলকাতা, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদীয়া, দুই ২৪ পরগনাসহ উত্তরবঙ্গের বেশকিছু জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এসব জেলায় তীব্র গরমের কারণে স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও আগে থেকে গরমজনিত রোগে আক্রান্ত ব্যক্তিরা সমস্যায় পড়তে পারেন।

মঙ্গলবার ১১ জুন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেক ৩৮ ডিগ্রি সেলসিয়াস মধ্যে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, বর্ধমানসহ পশ্চিমের বেশকিছু জেলায় তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্ৰি সেলসিয়াস ছুঁতে পারে। তবে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তাতে সহসায় গরম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Tag :
সর্বাধিক পঠিত

পশ্চিমবঙ্গবাসী গরমে নাজেহাল

আপডেট: ০৯:২৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪

গরম থেকে বাঁচতে মুখে কাপড় পেঁচিয়ে বের হয়েছেন কলকাতার তরুণীরা
ভাপসা গরমে ওষ্ঠাগত কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গবাসীর জীবন। সূর্যের প্রখর তাপের নিচে পুরো রাজ্য। তাপমাত্রা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আদ্রতাও।

কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১১ জুন থেকে ১৩ জুন কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া তীব্র গরমের দাপট চলবে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই।

এছাড়া কলকাতা, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদীয়া, দুই ২৪ পরগনাসহ উত্তরবঙ্গের বেশকিছু জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এসব জেলায় তীব্র গরমের কারণে স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও আগে থেকে গরমজনিত রোগে আক্রান্ত ব্যক্তিরা সমস্যায় পড়তে পারেন।

মঙ্গলবার ১১ জুন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেক ৩৮ ডিগ্রি সেলসিয়াস মধ্যে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, বর্ধমানসহ পশ্চিমের বেশকিছু জেলায় তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্ৰি সেলসিয়াস ছুঁতে পারে। তবে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তাতে সহসায় গরম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।