০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫

এবার আনার হত্যা কান্ডে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সম্পাদক মিন্টু আটক

  • আপডেট: ০৩:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • 27

সাইদুল করিম মিন্টু

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। পুলিশের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রের দাবি, আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যোগাযোগ ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু গণমাধ্যমকে বলেন, ওই নেতার আটক হওয়ার গুঞ্জন শুনছি। আমাদের জনপ্রিয় এমপি আনার হত্যাকাণ্ডের সাথে যেই জড়িত থাকুক না কেন আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মহেশপুর আওয়ামী লীগের সভা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেন।

সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ঝিনাইদহের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

এবার আনার হত্যা কান্ডে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সম্পাদক মিন্টু আটক

আপডেট: ০৩:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। পুলিশের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রের দাবি, আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যোগাযোগ ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু গণমাধ্যমকে বলেন, ওই নেতার আটক হওয়ার গুঞ্জন শুনছি। আমাদের জনপ্রিয় এমপি আনার হত্যাকাণ্ডের সাথে যেই জড়িত থাকুক না কেন আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মহেশপুর আওয়ামী লীগের সভা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেন।

সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ঝিনাইদহের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।