০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ০১ জানুয়ারী ২০২৫

আওয়ামী লীগ নেতা সাইদুল করিম আটকের পক্ষে-বিপক্ষে আ’লীগের কর্মসূচি

  • আপডেট: ০৩:৪৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • 39

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু আটক হওয়ার পর আওয়ামী লীগে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালিতে হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুরে রমিন্টু অনুসারীরা ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে মানববন্ধন কর্মসুচি পালন করে মিন্টুকে মুক্তির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

অন্যদিকে সাইদুল করিম মিন্টু আটক হওয়ায় সন্তোষ প্রকাশ করে কালীগঞ্জ শহরে মিছিল সমাবেশ করেছে এমপি আনারের অনুসারীরা। তারা সাইদুল করিম মিন্টুকে এমপি আনার হত্যার মুল ষড়যন্ত্রকারী বলে দাবি করেন।

বুধবার ১২টার দিকে জনতার নেতা মিন্টু ভাইকে জনতার কাছে ফিরিয়ে দেয়ার দাবি নিয়ে মানববন্ধন কর্মসুচি পালন করে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কয়েক শ’ নেতাকর্মী। পায়রা চত্বর থেকে ঝিনাইদহ কেসি কলেজ পর্যন্ত বিস্তৃত মানববন্ধন কর্মসুচিতে জেলা আওয়ামী লীগের নেতা মাসুদ আহম্মেদ সনজু, আনিছুর রহমান খোকা, আব্দুল মালেক মিনা, রাসেল, রানা হামিদ, উজ্জল ও আল ইমরান বক্তব্য রাখেন।

এদিকে মিন্টু আটক হওয়ায় সেন্তাষ প্রকাশ করে মঙ্গলবার রাত ৮টার দিকে কালীগঞ্জ শহরে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে এমপি আনার অনুসারীরা।

মিছিলটি কালীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী, পৌরসভার মেয়র আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল ও ইউপি চেয়ারম্যান নাসির চৌধুরী বক্তব্য রাখেন।

সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী বলেন, জনপ্রিয় নেতা এমপি আনারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার নেপথ্যে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করা হয়েছে। তার স্বীকারোক্তি মোতাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকেও আটক করা হয়েছে। তিনি আরো বলেন, সাইদুল করিম মিন্টু আনার হত্যার ষড়যন্ত্রকারী।

সমাবেশে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, এমপি আনার হত্যার মোটিভ ভিন্নখাতে নেয়ার যে অপচেষ্টা করা হচ্ছিল সাইদুল করিম মিন্টু আটকের মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গেছে। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কেউ যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে তবে তাদেরকেও দ্রুত গ্রেফতার করতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে ঢাকার ধানমন্ডি থেকে ঝিনাইদহ জেলা আ’লীগের সাধারণ সম্পাক ও পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুকে আটক করে ডিবি। মিন্টু আটকের পর ঝিনাইদহ শহরে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

আওয়ামী লীগ নেতা সাইদুল করিম আটকের পক্ষে-বিপক্ষে আ’লীগের কর্মসূচি

আপডেট: ০৩:৪৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু আটক হওয়ার পর আওয়ামী লীগে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালিতে হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুরে রমিন্টু অনুসারীরা ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে মানববন্ধন কর্মসুচি পালন করে মিন্টুকে মুক্তির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

অন্যদিকে সাইদুল করিম মিন্টু আটক হওয়ায় সন্তোষ প্রকাশ করে কালীগঞ্জ শহরে মিছিল সমাবেশ করেছে এমপি আনারের অনুসারীরা। তারা সাইদুল করিম মিন্টুকে এমপি আনার হত্যার মুল ষড়যন্ত্রকারী বলে দাবি করেন।

বুধবার ১২টার দিকে জনতার নেতা মিন্টু ভাইকে জনতার কাছে ফিরিয়ে দেয়ার দাবি নিয়ে মানববন্ধন কর্মসুচি পালন করে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কয়েক শ’ নেতাকর্মী। পায়রা চত্বর থেকে ঝিনাইদহ কেসি কলেজ পর্যন্ত বিস্তৃত মানববন্ধন কর্মসুচিতে জেলা আওয়ামী লীগের নেতা মাসুদ আহম্মেদ সনজু, আনিছুর রহমান খোকা, আব্দুল মালেক মিনা, রাসেল, রানা হামিদ, উজ্জল ও আল ইমরান বক্তব্য রাখেন।

এদিকে মিন্টু আটক হওয়ায় সেন্তাষ প্রকাশ করে মঙ্গলবার রাত ৮টার দিকে কালীগঞ্জ শহরে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে এমপি আনার অনুসারীরা।

মিছিলটি কালীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী, পৌরসভার মেয়র আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল ও ইউপি চেয়ারম্যান নাসির চৌধুরী বক্তব্য রাখেন।

সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী বলেন, জনপ্রিয় নেতা এমপি আনারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার নেপথ্যে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করা হয়েছে। তার স্বীকারোক্তি মোতাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকেও আটক করা হয়েছে। তিনি আরো বলেন, সাইদুল করিম মিন্টু আনার হত্যার ষড়যন্ত্রকারী।

সমাবেশে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, এমপি আনার হত্যার মোটিভ ভিন্নখাতে নেয়ার যে অপচেষ্টা করা হচ্ছিল সাইদুল করিম মিন্টু আটকের মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গেছে। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কেউ যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে তবে তাদেরকেও দ্রুত গ্রেফতার করতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে ঢাকার ধানমন্ডি থেকে ঝিনাইদহ জেলা আ’লীগের সাধারণ সম্পাক ও পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুকে আটক করে ডিবি। মিন্টু আটকের পর ঝিনাইদহ শহরে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।