০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ০১ জানুয়ারী ২০২৫

যাত্রীর চাপ বেড়েছে , বেড়েছে দ্বিগুণ ভাড়া

  • আপডেট: ০৪:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • 53

ঈদুল আযহা উপলক্ষে উত্তরের জেলার ভাড়া দ্বিগুণেরও বেশি বেড়েছে বলে দাবি করেছেন যাত্রীরা ।

সাভারের অনেক পোশাক কারখানা ছুটি হওয়ায় অঞ্চলটির মহাসড়কে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে যানবাহনের চাপ, তেমনি বিভিন্ন জেলার ভাড়াও বেড়েছে দ্বিগুণ।

উত্তরের জেলার ভাড়া দ্বিগুণেরও বেশি বেড়েছে বলে দাবি করেছেন যাত্রীরা। যদিও কাউন্টার মাস্টার ও কনডাক্টর এমন অভিযোগ অস্বীকার করেছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগর, বাইপাইল, শ্রীপুর ও জিরানীবাজার বাস স্ট্যান্ড ঘুরে শেকড়ের টানে ঘরে ফেরা মানুষের চাপ দেখা গেছে। আর এতেই দ্বিগুণ ভাড়া বাড়ানো হয়েছে বাসের। জনপ্রতি ৫০০ টাকার পরিবর্তে ৯০০ থেকে ১০০০ টাকা ভাড়া বাড়ানো হয়েছে বলে দাবি যাত্রীদের।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন তথ্যমতে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া উত্তরের জেলা সিরাজগঞ্জ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৭২ টাকা, ঢাকা থেকে বগুড়ার ভাড়া ৫৫৮ টাকা, নাটোর ৫৯৩ টাকা, পাবনা ৬৪৬ টাকা, নওগাঁ ৭০১ টাকা, রাজশাহী ৭১২ টাকা, জয়পুরহাট ৭১২ টাকা, রংপুর ৮৭৯ টাকা, দিনাজপুর ৯৪০ টাকা, লালমনিরহাট ৯৯৪ টাকা, কুড়িগ্রাম ১০০২ টাকা, নীলফামারী ১০১৬ টাকা, ঠাকুরগাঁও ১০৯৫ টাকা ও পঞ্চগড় ১২৩৫ টাকা। তবে নির্ধারণ করা ভাড়ার টাকার প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে বলে দাবি করেছেন যাত্রীরা।

নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ড থেকে গাইবান্ধার বাসে ওঠেন ।
এক পোশাক শ্রমিক, ঈদ উপলক্ষে বাসের ভাড়া বাড়ানো হয়েছে প্রায় দ্বিগুণ। স্বাভাবিক সময়ে ৬০০/৭০০ টাকা ভাড়া দিয়ে আমরা বাড়ি যাই। কিন্তু আজ ১১০০ টাকা গুণতে হচ্ছে। আমাদের উৎসব ঘিরে বাস কর্তৃপক্ষ সুযোগ নিচ্ছে, যা অন্যায়।

 

Tag :
সর্বাধিক পঠিত

যাত্রীর চাপ বেড়েছে , বেড়েছে দ্বিগুণ ভাড়া

আপডেট: ০৪:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

ঈদুল আযহা উপলক্ষে উত্তরের জেলার ভাড়া দ্বিগুণেরও বেশি বেড়েছে বলে দাবি করেছেন যাত্রীরা ।

সাভারের অনেক পোশাক কারখানা ছুটি হওয়ায় অঞ্চলটির মহাসড়কে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে যানবাহনের চাপ, তেমনি বিভিন্ন জেলার ভাড়াও বেড়েছে দ্বিগুণ।

উত্তরের জেলার ভাড়া দ্বিগুণেরও বেশি বেড়েছে বলে দাবি করেছেন যাত্রীরা। যদিও কাউন্টার মাস্টার ও কনডাক্টর এমন অভিযোগ অস্বীকার করেছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগর, বাইপাইল, শ্রীপুর ও জিরানীবাজার বাস স্ট্যান্ড ঘুরে শেকড়ের টানে ঘরে ফেরা মানুষের চাপ দেখা গেছে। আর এতেই দ্বিগুণ ভাড়া বাড়ানো হয়েছে বাসের। জনপ্রতি ৫০০ টাকার পরিবর্তে ৯০০ থেকে ১০০০ টাকা ভাড়া বাড়ানো হয়েছে বলে দাবি যাত্রীদের।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন তথ্যমতে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া উত্তরের জেলা সিরাজগঞ্জ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৭২ টাকা, ঢাকা থেকে বগুড়ার ভাড়া ৫৫৮ টাকা, নাটোর ৫৯৩ টাকা, পাবনা ৬৪৬ টাকা, নওগাঁ ৭০১ টাকা, রাজশাহী ৭১২ টাকা, জয়পুরহাট ৭১২ টাকা, রংপুর ৮৭৯ টাকা, দিনাজপুর ৯৪০ টাকা, লালমনিরহাট ৯৯৪ টাকা, কুড়িগ্রাম ১০০২ টাকা, নীলফামারী ১০১৬ টাকা, ঠাকুরগাঁও ১০৯৫ টাকা ও পঞ্চগড় ১২৩৫ টাকা। তবে নির্ধারণ করা ভাড়ার টাকার প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে বলে দাবি করেছেন যাত্রীরা।

নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ড থেকে গাইবান্ধার বাসে ওঠেন ।
এক পোশাক শ্রমিক, ঈদ উপলক্ষে বাসের ভাড়া বাড়ানো হয়েছে প্রায় দ্বিগুণ। স্বাভাবিক সময়ে ৬০০/৭০০ টাকা ভাড়া দিয়ে আমরা বাড়ি যাই। কিন্তু আজ ১১০০ টাকা গুণতে হচ্ছে। আমাদের উৎসব ঘিরে বাস কর্তৃপক্ষ সুযোগ নিচ্ছে, যা অন্যায়।