‘এসো আজ মিলি, এক বাহুডোরে,
এসো আজ ফিরি প্রেরণার নীড়ে’
এই স্লোগানকে সামনে রেখে তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী’র এলমনাই এসোসিয়নের উদ্যোগে আয়োজিত হয়েছে রিইউনিয়ন ২০২৪ ও সাংস্কৃতিক সন্ধ্যা। সাংস্কৃতিক সন্ধ্যায় কাওয়ালীতে জনসমুদ্রে পরিনত হয় মাদ্রাসা প্রাঙ্গণ।
২৪ শের বিজয় উৎযাপন উপলক্ষে তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাসের ১৯৯৭ সাল থেকে সর্বশেষ ২০২৪ পর্যন্ত সকল ব্যাচের শিক্ষার্থীদের অংগ্রহণে মাদ্রাসা পরিণত হয় এক জনসমুদ্রে।
শুক্রবার বাদ জুমা রিইউনিয়নে অংশগ্রহণকারীদের জন্য চট্রগ্রামের ঐতিহাসিক মেজবানির আয়োজন করা হয়। বিকাল ৪টা ৫০ মিনিটে শুরু হয় বিপ্লবী সাংস্কৃতিক সন্ধ্যা ও কাওয়ালী ।
এতে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার তুরাগ শিল্পি গোষ্ঠীর পাশাপাশি অংশগ্রহণ করে স্পন্দন, উচ্চারণ শিল্পি গোষ্ঠী। এছাড়াও ইসলামী সংগীত জগতের তারকা শিল্পি মশিউর রহমান, উবাইদুল্লাহ তারেক, রুকনুজ্জামান, শাহাবউদ্দিন শিহাব অংশ নেন ।
সাংস্কৃতিক সন্ধ্যা উদ্বোধন করে জুলাই বিল্পবে তা’মিরুল মিল্লাতের শহীদ ওসমান পাটোয়ারীর পিতা। এ সময় আরো ৪ শহীদের পিতা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে তা’মিরুল মিল্লাত টঙ্গী ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনের কেন্দ্রিয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বক্তব্য রাখেন।
এতে তামিরুল মিল্লাতের সাবেক শিক্ষার্থী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রিয় সভাপতি আতিকুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক সন্ধ্যায় কুরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীতের পাশাপাশি বিভিন্ন নাটিকা উপস্থাপন করা হয়।
সর্বশেষ কাওয়ালীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
পুনর্মিলনী ও জুলাই বিপ্লব উপলক্ষে কাওয়ালী সন্ধ্যার অনুষ্ঠানে এলামনাই এর উদ্যাগে “প্লাস্টিককে না বলুন” কর্মসূচি বাস্তবায়নে, ব্যাগ, আইডি কার্ড সব বিভিন্ন উপহারে প্লাস্টিক বর্জন করে কাগজের ডেলিগেট কার্ড প্রদান সকলের কাছে প্রশংসিত হয়েছে। সেই সাথে প্রোগ্রাম স্থলে সবুজায়ন প্রকল্পও সকলের নজর কেড়েছে।