০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

বৌভাতে মুরগির রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৮

  • আপডেট: ০৫:৩৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • 24

বিয়ে মানে আনন্দ বিয়ে মানেই আত্মীয়-স্বজনে এক মিলনমেলা, বিয়ে মানেই নতুন অতিথিকে ঘরে নিয়ে আসা, যুগ যুগ ধরে চলে আসছে ছেলে বা কনে বিয়ের মাধ্যমে নতুন আত্মীয়র সম্পর্ক গড়া, বিয়ে মানেই কনের বাড়িতে ছেলে বর সেজে আসেন ও কানের বাড়িতে শুরু হয় নতুন ও পুরনো আত্মীয়র এক মিলন মেলা । এ যেন নতুন ও পুরাতনের একসঙ্গে নানা আয়োজন স্বজনেরা ভাসিয়ে দেয় আনন্দের ভেলা, বিয়েতে থাকে বাহারি খাবারের পদের সমাহর ও সাজানো থাকে মিষ্টির ডালা । আবার কখনো কখনো গান গেয়ে বিয়ের আয়োজনে কেউ হয় আত্মহারা। এই বিয়েতে আবার কখনো কখনো ঘটে দুর্ঘটনা এমনই এক ঘটনা ঘটেছে মাদারীপুরের শিবচরে।

বৌভাত অনুষ্ঠানে মুরগির ভাঙা রোস্ট দেওয়াকে কেন্দ্র করে ছেলে পক্ষের সঙ্গে মেয়ে পক্ষের সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ (১২ অক্টোবর) জেলার শিবচর পৌরসভার যাদুয়ারচর মোড়লকান্দি গ্রামের খলিল বেপারীর বৌভাত অনুষ্ঠান চলছিল। দুপুরে খাবারের সময় মুরগির ভাঙা রোস্ট দেওয়াকে কেন্দ্র করে মেয়ে পক্ষের সুরুজ মিয়ার সঙ্গে খলিল বেপারীর বাড়ির লোকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

দুই পক্ষের লোকজন লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হেমায়েত ঢালী, বিল্লাল মোল্লা, ইব্রাহিম হাওলাদারসহ উভয় পক্ষের অন্তত আট জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত হেমায়েত ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, ‘বিয়ে বাড়িতে মুরগির ভাঙা রোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
সর্বাধিক পঠিত

বৌভাতে মুরগির রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৮

আপডেট: ০৫:৩৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

বিয়ে মানে আনন্দ বিয়ে মানেই আত্মীয়-স্বজনে এক মিলনমেলা, বিয়ে মানেই নতুন অতিথিকে ঘরে নিয়ে আসা, যুগ যুগ ধরে চলে আসছে ছেলে বা কনে বিয়ের মাধ্যমে নতুন আত্মীয়র সম্পর্ক গড়া, বিয়ে মানেই কনের বাড়িতে ছেলে বর সেজে আসেন ও কানের বাড়িতে শুরু হয় নতুন ও পুরনো আত্মীয়র এক মিলন মেলা । এ যেন নতুন ও পুরাতনের একসঙ্গে নানা আয়োজন স্বজনেরা ভাসিয়ে দেয় আনন্দের ভেলা, বিয়েতে থাকে বাহারি খাবারের পদের সমাহর ও সাজানো থাকে মিষ্টির ডালা । আবার কখনো কখনো গান গেয়ে বিয়ের আয়োজনে কেউ হয় আত্মহারা। এই বিয়েতে আবার কখনো কখনো ঘটে দুর্ঘটনা এমনই এক ঘটনা ঘটেছে মাদারীপুরের শিবচরে।

বৌভাত অনুষ্ঠানে মুরগির ভাঙা রোস্ট দেওয়াকে কেন্দ্র করে ছেলে পক্ষের সঙ্গে মেয়ে পক্ষের সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ (১২ অক্টোবর) জেলার শিবচর পৌরসভার যাদুয়ারচর মোড়লকান্দি গ্রামের খলিল বেপারীর বৌভাত অনুষ্ঠান চলছিল। দুপুরে খাবারের সময় মুরগির ভাঙা রোস্ট দেওয়াকে কেন্দ্র করে মেয়ে পক্ষের সুরুজ মিয়ার সঙ্গে খলিল বেপারীর বাড়ির লোকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

দুই পক্ষের লোকজন লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হেমায়েত ঢালী, বিল্লাল মোল্লা, ইব্রাহিম হাওলাদারসহ উভয় পক্ষের অন্তত আট জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত হেমায়েত ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, ‘বিয়ে বাড়িতে মুরগির ভাঙা রোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।