০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

মহাখালীতে রেললাইন অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ

  • আপডেট: ১১:৫৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • 30

রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ চলছে। এ ঘটনায় পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে।

প্রথমে ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয় আন্দোলনরত শিক্ষার্থীদের। পরে পুলিশ এসে টিয়ারগ্যাস ছোড়ে। এরপর দফায় দফায় সংঘর্ষ হয়।

রাজধানীর সায়েন্সল্যাবসহ বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষাথীদের সঙ্গেও সংঘর্ষ হয়েছে। ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের এ সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ৩৫ জন।

এদিকে, রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আবু সাঈদ (২৫)। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যান। পরে তারা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান। সংগৃহীত তথ্য

Tag :
সর্বাধিক পঠিত

মহাখালীতে রেললাইন অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ

আপডেট: ১১:৫৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ চলছে। এ ঘটনায় পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে।

প্রথমে ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয় আন্দোলনরত শিক্ষার্থীদের। পরে পুলিশ এসে টিয়ারগ্যাস ছোড়ে। এরপর দফায় দফায় সংঘর্ষ হয়।

রাজধানীর সায়েন্সল্যাবসহ বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষাথীদের সঙ্গেও সংঘর্ষ হয়েছে। ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের এ সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ৩৫ জন।

এদিকে, রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আবু সাঈদ (২৫)। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যান। পরে তারা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান। সংগৃহীত তথ্য