০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫

ভারতের নিরাপত্তা উপদেষ্টা বিমানঘাঁটিতে হাসিনার সাথে দেখা করলেন

  • আপডেট: ০৪:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪
  • 28

শেখ হাসিনা ও অজিত ডোভাল - ফাইল ছবি

শেখ হাসিনা দিল্লির কাছে একটি সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তার সাথে দেখা করেছেন বলে দেশটির নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।

দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অজিত ডোভাল নিজে উপস্থিত থেকে শেখ হাসিনাকে রিসিভ করেন বলেও জানা যাচ্ছে।

শেখ হাসিনাকে বহনকারী একটি সামরিক পরিবহন বিমান ভারতীয় সময় বিকেল ৫টা নাগাদ হিন্ডন বিমানঘাঁটিতে এসে নামে বলেও এখন নিশ্চিত হওয়া যাচ্ছে।

তবে দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো জোর দিয়ে বলছে, ভারত তার শেষ গন্তব্য নয়- এটা শুধু একটা ‘স্টপওভার’ মাত্র। তিনি শেষ পর্যন্ত ব্রিটেন বা যুক্তরাজ্যের পথেই রওনা হয়ে যাবেন, এমনই কথা আছে বলে তারা ইঙ্গিত দিচ্ছেন।

কিন্তু ভারতে তার ‘স্টপওভারে’র মেয়াদ কতটা হবে- দু’তিন ঘণ্টা না কি দু’তিন দিন কিংবা তারও বেশি, সেটা নিয়ে কেউই মুখ খুলছেন না।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আলাদাভাবে দেখা করে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাকে অবহিত করেছেন বলেও জানা যাচ্ছে।
সূত্র : বিবিসি

Tag :
সর্বাধিক পঠিত

ভারতের নিরাপত্তা উপদেষ্টা বিমানঘাঁটিতে হাসিনার সাথে দেখা করলেন

আপডেট: ০৪:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪

শেখ হাসিনা দিল্লির কাছে একটি সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তার সাথে দেখা করেছেন বলে দেশটির নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।

দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অজিত ডোভাল নিজে উপস্থিত থেকে শেখ হাসিনাকে রিসিভ করেন বলেও জানা যাচ্ছে।

শেখ হাসিনাকে বহনকারী একটি সামরিক পরিবহন বিমান ভারতীয় সময় বিকেল ৫টা নাগাদ হিন্ডন বিমানঘাঁটিতে এসে নামে বলেও এখন নিশ্চিত হওয়া যাচ্ছে।

তবে দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো জোর দিয়ে বলছে, ভারত তার শেষ গন্তব্য নয়- এটা শুধু একটা ‘স্টপওভার’ মাত্র। তিনি শেষ পর্যন্ত ব্রিটেন বা যুক্তরাজ্যের পথেই রওনা হয়ে যাবেন, এমনই কথা আছে বলে তারা ইঙ্গিত দিচ্ছেন।

কিন্তু ভারতে তার ‘স্টপওভারে’র মেয়াদ কতটা হবে- দু’তিন ঘণ্টা না কি দু’তিন দিন কিংবা তারও বেশি, সেটা নিয়ে কেউই মুখ খুলছেন না।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আলাদাভাবে দেখা করে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাকে অবহিত করেছেন বলেও জানা যাচ্ছে।
সূত্র : বিবিসি