০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

বাসায় ফিরলেও সুস্থ নন খালেদা জিয়া : মির্জা ফখরুল

  • আপডেট: ১১:১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • 53

হাসপাতাল থেকে বাসায় ফিরলেও খুব একটা সুস্থ নন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘বেগম খালেদা জিয়া খুব সুস্থ না। গতকাল (শুক্রবার) উনার ট্যাম্পারেচার ছিল।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে কবে বিদেশে নেওয়া হবে; এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘উনাকে ডাক্তাররা এখন পর্যন্ত ফিট টু ফ্লাইং- এটা মনে করছেন না। সেজন্য বিদেশে যেতে উনার বিলম্ব হচ্ছে।

এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছয়দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। তার মেডিকেল বোর্ড হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে সাবেক প্রধানমন্ত্রীকে।

অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর রাতে বিএনপি চেয়ারপার্সনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

Tag :
সর্বাধিক পঠিত

বাসায় ফিরলেও সুস্থ নন খালেদা জিয়া : মির্জা ফখরুল

আপডেট: ১১:১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

হাসপাতাল থেকে বাসায় ফিরলেও খুব একটা সুস্থ নন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘বেগম খালেদা জিয়া খুব সুস্থ না। গতকাল (শুক্রবার) উনার ট্যাম্পারেচার ছিল।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে কবে বিদেশে নেওয়া হবে; এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘উনাকে ডাক্তাররা এখন পর্যন্ত ফিট টু ফ্লাইং- এটা মনে করছেন না। সেজন্য বিদেশে যেতে উনার বিলম্ব হচ্ছে।

এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছয়দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। তার মেডিকেল বোর্ড হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে সাবেক প্রধানমন্ত্রীকে।

অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর রাতে বিএনপি চেয়ারপার্সনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।