চট্টগ্রামের রাউজানে ওমান প্রবাসী ব্যবসায়ী সিআইপি মোহাম্মদ ইয়াছিন চৌধুরীর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের সিআইপিরাও দেশে প্রবাসীদের জানমালের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন।
ভুক্তভোগী ইয়াছিন চৌধুরী এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তিনি নিজের ও পরিবারের সার্বিক নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন। এ ঘটনায় চট্টগ্রামের রাউজান থানায় মামলাও করা হয়েছে।
ইয়াছিন চৌধুরী জানান, ব্যবসায়িক ব্যস্ততায় দীর্ঘদিন তিনি ওমানে বসবাস করেন। গত সোমবার সকাল সাড়ে ১০টায় রাউজানে অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ভাঙচুর, লুটপাট ও গান-পাউডার ছিটিয়ে অগ্নিসংযোগ ঘটায়। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে গেছে রাষ্ট্রীয়ভাবে অর্জিত তার সরকারি মূল্যবান সনদপত্র, সম্মাননা, জমির দলিল ও বিল্ডিংয়ের মালামাল। এ ছাড়া স্বর্ণালংকার, গাড়ি ও মোটরসাইকেলেরও ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন।
সংগঠনটির সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমানের সই করা চিঠিতে দেশে প্রবাসী ও তাদের পরিবারের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানানো হয়।
এ ঘটনায় মধ্যপ্রাচ্যের সিআইপিরাও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দেশব্যাপী নানা সময় প্রবাসী পরিবারের ওপর ঘটে যাওয়া হামলার ঘটনায় উদ্বেগ জানান তারা।
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সিআইপি জসিম উদ্দিন ও আনিস উদ্দিন জানান, বিদেশে অর্থ উপার্জন করে প্রবাসীরা দেশে বিনিয়োগ করছেন। ঘরবাড়ি নির্মাণ করছেন। ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। কিন্তু সম্পত্তি ও জানমালের নিরাপত্তা না থাকলে প্রবাসীরা আতঙ্কিত হবেন। এতে করে দেশে বিনিয়োগেও নিরুৎসাহিত হবেন। এই বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।