০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন নিন্দা

অজ্ঞাতপরিচয় সশস্ত্র সন্ত্রাসী দলের হামলা চট্টগ্রাম ওমান প্রবাসীর বাড়িতে, লুটপাট অগ্নিসংযোগ ও ভাঙচুর

  • আপডেট: ০৬:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • 50

চট্টগ্রামের রাউজানে ওমান প্রবাসী ইয়াছিন চৌধুরীর বাড়িতে হামলা চালানো হয়। ছবি : দৈনিক প্রবাস জার্নাল

চট্টগ্রামের রাউজানে ওমান প্রবাসী ব্যবসায়ী সিআইপি মোহাম্মদ ইয়াছিন চৌধুরীর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের সিআইপিরাও দেশে প্রবাসীদের জানমালের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন।

ভুক্তভোগী ইয়াছিন চৌধুরী এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তিনি নিজের ও পরিবারের সার্বিক নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন। এ ঘটনায় চট্টগ্রামের রাউজান থানায় মামলাও করা হয়েছে।

আগুনে পুড়ে যাওয়া আসবাবপত্র ও দেয়াল- ছবি দৈনিক প্রবাস জার্নাল

ইয়াছিন চৌধুরী জানান, ব্যবসায়িক ব্যস্ততায় দীর্ঘদিন তিনি ওমানে বসবাস করেন। গত সোমবার সকাল সাড়ে ১০টায় রাউজানে অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ভাঙচুর, লুটপাট ও গান-পাউডার ছিটিয়ে অগ্নিসংযোগ ঘটায়। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে গেছে রাষ্ট্রীয়ভাবে অর্জিত তার সরকারি মূল্যবান সনদপত্র, সম্মাননা, জমির দলিল ও বিল্ডিংয়ের মালামাল। এ ছাড়া স্বর্ণালংকার, গাড়ি ও মোটরসাইকেলেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন।

সন্ত্রাসীদের হামলায় ভাঙচুর বাড়ির আসবাবপত্র। ছবি – দৈনিক প্রবাস জার্নাল

সংগঠনটির সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমানের সই করা চিঠিতে দেশে প্রবাসী ও তাদের পরিবারের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানানো হয়।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যের সিআইপিরাও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দেশব্যাপী নানা সময় প্রবাসী পরিবারের ওপর ঘটে যাওয়া হামলার ঘটনায় উদ্বেগ জানান তারা।

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সিআইপি জসিম উদ্দিন ও আনিস উদ্দিন জানান, বিদেশে অর্থ উপার্জন করে প্রবাসীরা দেশে বিনিয়োগ করছেন। ঘরবাড়ি নির্মাণ করছেন। ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। কিন্তু সম্পত্তি ও জানমালের নিরাপত্তা না থাকলে প্রবাসীরা আতঙ্কিত হবেন। এতে করে দেশে বিনিয়োগেও নিরুৎসাহিত হবেন। এই বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

Tag :
সর্বাধিক পঠিত

১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন নিন্দা

অজ্ঞাতপরিচয় সশস্ত্র সন্ত্রাসী দলের হামলা চট্টগ্রাম ওমান প্রবাসীর বাড়িতে, লুটপাট অগ্নিসংযোগ ও ভাঙচুর

আপডেট: ০৬:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

চট্টগ্রামের রাউজানে ওমান প্রবাসী ব্যবসায়ী সিআইপি মোহাম্মদ ইয়াছিন চৌধুরীর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের সিআইপিরাও দেশে প্রবাসীদের জানমালের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন।

ভুক্তভোগী ইয়াছিন চৌধুরী এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তিনি নিজের ও পরিবারের সার্বিক নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন। এ ঘটনায় চট্টগ্রামের রাউজান থানায় মামলাও করা হয়েছে।

আগুনে পুড়ে যাওয়া আসবাবপত্র ও দেয়াল- ছবি দৈনিক প্রবাস জার্নাল

ইয়াছিন চৌধুরী জানান, ব্যবসায়িক ব্যস্ততায় দীর্ঘদিন তিনি ওমানে বসবাস করেন। গত সোমবার সকাল সাড়ে ১০টায় রাউজানে অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ভাঙচুর, লুটপাট ও গান-পাউডার ছিটিয়ে অগ্নিসংযোগ ঘটায়। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে গেছে রাষ্ট্রীয়ভাবে অর্জিত তার সরকারি মূল্যবান সনদপত্র, সম্মাননা, জমির দলিল ও বিল্ডিংয়ের মালামাল। এ ছাড়া স্বর্ণালংকার, গাড়ি ও মোটরসাইকেলেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন।

সন্ত্রাসীদের হামলায় ভাঙচুর বাড়ির আসবাবপত্র। ছবি – দৈনিক প্রবাস জার্নাল

সংগঠনটির সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমানের সই করা চিঠিতে দেশে প্রবাসী ও তাদের পরিবারের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানানো হয়।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যের সিআইপিরাও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দেশব্যাপী নানা সময় প্রবাসী পরিবারের ওপর ঘটে যাওয়া হামলার ঘটনায় উদ্বেগ জানান তারা।

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সিআইপি জসিম উদ্দিন ও আনিস উদ্দিন জানান, বিদেশে অর্থ উপার্জন করে প্রবাসীরা দেশে বিনিয়োগ করছেন। ঘরবাড়ি নির্মাণ করছেন। ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। কিন্তু সম্পত্তি ও জানমালের নিরাপত্তা না থাকলে প্রবাসীরা আতঙ্কিত হবেন। এতে করে দেশে বিনিয়োগেও নিরুৎসাহিত হবেন। এই বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।